সুবিচার পেলেন না কঙ্গনা, ভাঙ্গা অফিসের ক্ষতিপূরণ চেয়ে জুটলো শুধুই অপমান
মুম্বই আসার প্রকাশ্য চ্যালেঞ্জ জানিয়ে সময়মত y ক্যাটাগরির নিরাপত্তায় ঘিরে হাজিরও হয়েছিলেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। সেদিনই বিএমসির থেকে অবৈধ নির্মাণের অভিযোগে গুঁড়িয়ে দেওয়া হয় তাঁর অফিসের একাধিক অংশ।
সেই বিষয়ের মীমাংসায় হাইকোর্টের দরজায় কড়া নেড়েছিলেন বলিউড কুইন। শিবসেনা সরকারের বিরুদ্ধে প্রতিবাদের জন্যই এই প্রতিশোধ– এমন অভিযোগ এনে ক্ষতিপূরণস্বরূপ বিএমসির থেকে দু কোটি টাকা দাবি করে কোর্টে আবেদন জানিয়েছিলেন কঙ্গনা। এই বিষয়ে গতকাল তাদের হলফনামা জমা করে কঙ্গনার যাচিকাকে ‘আইনের দুরূপযোগ’ আখ্যা দিল বিএমসি। এর জন্য কঙ্গনাকে পাল্টা জরিমানা করার দাবিও জানায় বিএমসি।
বোম্বে হাইকোর্টে তাদের যাচিকা দায়ের করে বিএমসির তরফে বলা হয়– এই যাচিকা ও তাতে ক্ষতিপূরণের দাবি আসলে আইনের দুরূপযোগ। এই যাচিকার উপর কোনো বিচার করা উচিত নয় এবং জরিমানা করে যাচিকাটি খারিজ করে দেওয়া উচিত।