Bengali SerialHoop Plus

TRP: দুর্দান্ত নম্বরে চমকে দিল গৌরী-পিহু, ‘গাঁটছড়া’ নাকি ‘মিঠাই’ শীর্ষস্থানে কে!

সাধারণ মানুষের কাছে বাংলা সিরিয়াল হল বিকেলের চা মুড়ি বা চা বিস্কুটের মতন প্রয়োজনীয় খাবার। এই ধারাবাহিক পেটের খিদে না মেটাতে পারলেও মনের খিদে মিটিয়ে দেয় ঠিক। সপ্তাহের শুরু থেকে শেষ পর্যন্ত এই ধারাবাহিকগুলো নির্দিষ্ট সময় ধরে মানুষের মনোরঞ্জন করে চলে, তাই এতে করে সপ্তাহের মাঝামাঝি উপস্থিত হয় টিআরপি লিস্ট, যা দেখে বোঝা যায় কোন ধারাবাহিক কত দর্শক টানতে পারলো।

একই বলে টক্কর। প্রতি সপ্তাহের বৃহস্পতিবার করে মুক্তি পায় বাংলা সিরিয়ালের টিআরপি লিস্ট। এই লিস্ট থেকেই জানা যায় চলতি সপ্তাহে কে কতদূর পর্যন্ত দৌড়ে জিততে পারলো। এই সপ্তাহে ফের বাজিমাৎ করে মিঠাই। মাঝে কিছু সপ্তাহ মিঠাই দ্বিতীয় নম্বরে ঘোরাফেরা করে। গাঁটছড়া প্রথম স্থানে থাকে। কিন্তু, মিঠাই ফিরেছে নিজের ছন্দে। প্রথম স্থানে রইলো ‘মিঠাই’, দ্বিতীয় স্থানে রইলো ‘গাঁটছড়া’। এদিকে দ্বিতীয় স্থানে সকলকে চমকে দিয়ে এগিয়ে এসেছে ‘গৌরী এলো’ ধারাবাহিক। দেখে নিন সম্পূর্ণ টিআরপি তালিকা-:

১.মিঠাই – ৭.৮
২.গাঁটছড়া ও গৌরী এলো – ৭.৩
৩.ধুলোকণা- ৭.২
৪.মন ফাগুন – ৭.০
৫.আলতা ফড়িং – ৬.৮

৬.লক্ষ্মী কাকিমা সুপারস্টার – ৬.২
৭.উমা – ৬.০
৮.এই পথ যদি না শেষ হয় – ৫.৭
৯.খেলনা বাড়ি, অনুরাগের ছোঁয়া – ৫.৫
১০.লালকুঠি – ৫.৪

১১.আয় তবে সহচরী- ৫.২
১২.উরণ তুবড়ি- ৪.৫
১৩.পিলু- ৩.৯
১৪.বৌমা একঘর – ৩.৮
১৫.গঙ্গারাম – ৩.৭

১৬.গোধূলি আলাপ- ৩.৩
১৭.গ্রামের রানী বীণাপাণি – ২.৯
১৮.গুড্ডি, যমুনা ঢাকি – ২.৬
১৯.জয় গোপাল এবং মঙ্গলময়ী সন্তোষী মা – ১.৯
২০.খেলাঘর – ১.৫

রিয়্যালিটি শো
১) দাদাগিরি- ৫.০
২) ইস্মার্ট জোড়ি- ৩.৩
৩) দিদি নং ১- ২.৬
৪) আপনি কি বলেন- ১.৬
৫) রান্নাঘর- ১.১

Related Articles