Hoop Story

Sofia Ansari: খোলামেলা পোশাকে বিধি লঙ্ঘন, এই মডেলের অ্যাকাউন্ট বন্ধ করল ইন্সটাগ্রাম

ভারতের নামী সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সোফিয়া আনসারি (Sofia Ansari)-র ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট মে মাসে হ্যাক হয়েছিল। তাঁর ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক হওয়ার পর বিভিন্ন এমএমএস, বোল্ড ভিডিও তাঁর অ্যাকাউন্ট থেকে ভাইরাল হতে শুরু করে। কিন্তু কিছুদিনের মধ্যেই সোফিয়া সাইবার ক্রাইম সেলের সহায়তায় তাঁর ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট পুনরুদ্ধার করার পর তাঁর অনুরাগীদের কাছে সমগ্র বিষয়টি জানান। কিন্তু সোফিয়ার অনুরাগীরা তাঁর কথা বুঝলেও কতিপয় মানুষ তাঁর বিরুদ্ধে চলে যান।

এমনিতেও সোফিয়ার ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট সাহসী ছবিতে ভর্তি। ফলে নেটিজেনদের একাংশ বলতে শুরু করেন, সোফিয়ার অন্য কোনো মেধা নেই। এই কারণে তিনি খোলামেলা ছবি শেয়ার করে পুরুষদের আকৃষ্ট করেন। অপরদিকে কট্টরপন্থীদের রোষের সম্মুখীন হন সোফিয়া। কিন্তু এত কিছুর পরেও সোফিয়া সাহসী ছবি পোস্ট করতে থাকার ফলে ইন্সটাগ্রামের নির্দেশিকা বিধি লঙ্ঘন হয়। এর ফলে সম্প্রতি সোফিয়ার ইন্সটাগ্রাম অ্যাকাউন্টটি সাসপেন্ড করা হয়েছে। এই অ্যাকাউন্টে সোফিয়ার ফলোয়ারের সংখ্যা প্রায় নব্বই লক্ষ ছিল। কিন্তু সোফিয়া আবারও একটি নতুন ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট চালু করেছেন।

 

View this post on Instagram

 

A post shared by SOFIA (@sofia9__official)

মাত্র পঁচিশ বছর বয়সে সোফিয়া ইন্সটাগ্রাম রিল ও মিউজিক ভিডিওর মাধ্যমে জনপ্রিয় হয়েছেন। মুম্বইয়ের বাসিন্দা সোফিয়ার বর্তমান বার্ষিক আয় প্রায় সত্তর থেকে নব্বই লক্ষ টাকা যার অধিকাংশই আসে সোশ্যাল মিডিয়া থেকে।

একসময় পশ্চিমবঙ্গের বাসিন্দা ছিলেন সোফিয়ার পরিবার। পরে তাঁরা গুজরাতের ভাদোদরায় চলে যান। সেখানেই 1996 সালের 30 শে এপ্রিল জন্ম হয় সোফিয়ার। ভাদোদরার একটি স্থানীয় কলেজ থেকে স্নাতক হওয়ার পর সোফিয়া মুম্বই এসে কেরিয়ারে মন দেন।

 

View this post on Instagram

 

A post shared by SOFIA (@sofia9__official)

Related Articles