এণা সাহা (Ena Saha) নব্য মহিলা প্রযোজক হলেও কোনো পরিস্থিতিতেই দমে যাওয়ার পাত্রী নন তিনি। এণা প্রযোজিত ফিল্ম ‘চিনে বাদাম’-এর রিলিজের মাত্র কয়েকদিন আগে ফিল্মের নায়ক যশ দাশগুপ্ত (Yash Dasgupta) সরে দাঁড়ান প্রোমোশন থেকে। এমনকি এণার ফোন ধরছিলেন না তিনি। ‘চিনে বাদাম’-এর বক্স অফিসে এই ঘটনার যথেষ্ট প্রভাব পড়েছে। ‘চিনে বাদাম’ বক্স অফিসে চূড়ান্ত অসফল। তবে হার মানার পাত্রী নন এণা। সম্প্রতি নিজের কিছু ছবি শেয়ার করে তিনি তা বুঝিয়ে দিলেন।
সোশ্যাল মিডিয়ায় এণার শেয়ার করা ছবিতে তাঁর পরনে রয়েছে পার্পল রঙের কো-অর্ড সেট। এই কো-অর্ড সেটে রয়েছে একটি ব্লেজার ও ট্রাউজার। ব্লেজারের কোমরের কাছে বাঁধা রয়েছে বো। এই পোশাকের ভিতরে স্কিন রঙের ব্রালেট পরেছেন এণা। ব্রালেটের ডিপ নেকে রয়েছে কালো লেসের কারুকার্য। এই পোশাকের সাথে গলায় লাল স্টোনের পেনডেন্ট পরেছেন এণা। হাতে রয়েছে লাল ও সাদা স্টোন স্টাডেড ব্রেসলেট। ঠোঁট রাঙানো লাল রঙের লিপস্টিকে। চুল খোলা রয়েছে। একটি গাড়ির সামনে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে ছবিগুলি তুলেছেন এণা। ছবিগুলি শেয়ার করে ক্যাপশন দিয়ে এণা লিখেছেন, স্বপ্ন কখনও ম্যাজিকের মতো পূরণ হয় না। তা পূরণ করতে চাই দৃঢ়তা ও ঘাম ঝরানো হার্ডওয়ার্ক। ক্যাপশনটি পড়ে ইঙ্গিতবাহী মনে হতেই পারে। অবশ্যই সেই ইঙ্গিতের লক্ষ্য ইন্ডাস্ট্রির ‘ফর্সা ছেলে’।
শিশুশিল্পী হিসাবে টলিউডে এসেছিলেন এণা। একাধিক সিরিয়ালে অভিনয় করেছেন তিনি। নবম শ্রেণীতে পড়াকালীন ফিল্মে ডেবিউ করেছিলেন এণা। এরপর ‘বিগ বস বাংলা’-র মাধ্যমে পরিচিতি পান তিনি। শো থেকে বেরিয়ে আসার অনেকটা পরে তৈরি হয় এণা ও তাঁর মা বনানী সাহা (Banani Saha)-র প্রযোজনা সংস্থা জারেক এন্টারটেইনমেন্ট।
‘বোঝে না সে বোঝে না’, ‘চিরদিনই তুমি যে আমার 2’ , ‘ভুত চতুর্দশী’-র মতো একাধিক ফিল্মে অভিনয় করেছেন এণা।
View this post on Instagram