কিভাবে বেকিং সোডা ব্যবহার করলে ত্বকের সৌন্দর্য ফিরে আসবে
রূপচর্চায় সঙ্গী করতে পারেন বেকিং সোডা। বেকিং সোডা রান্নায় ব্যবহৃত একটি অসাধারণ উপাদান কিন্তু আপনি কি জানেন আপনার রূপচর্চার তালিকায় যদি বেকিং সোডা কে সঙ্গী করেন তাহলে আপনার অনেক সমস্যার সমাধান হবে।
১) এক চামচ বেকিং সোডা, এক চামচ লেবুর রস, এক চামচ চালের গুঁড়ো, এক চামচ বেসন ভাল করে মিশিয়ে মুখে লাগিয়ে রাখুন। মুখের সমস্ত কালো দাগ এক নিমেষে গায়েব হয়ে যাবে।
২) এক চামচ বেকিং সোডা, এক চামচ লেবুর রস, এক চামচ চিনি ভালো করে মিশিয়ে নিয়ে কনুইতে, ঘাড়ে, আন্ডার আর্মসে যেখানে কালো দাগ পড়ে গেছে সেখানে লাগিয়ে রাখুন। কিছুক্ষণ পরে ঠাণ্ডা জলে ধুয়ে ফেলুন। এমন নিয়মিত বেশ কিছুদিন করতে পারলে সমস্ত কালো দাগ গায়েব হয়ে যাবে।
৩) এক চিমটে বেকিং সোডা টুথপেস্ট এর ওপরে লাগিয়ে নিয়ে প্রতিদিন দুবেলা ব্রাশ করুন। দাঁতে থাকা সমস্ত হলুদ দাগ চলে যাবে।
৪) শীতকাল আসছে অনেকেই পায়ের গোড়ালি ফেটে সেখানে খাঁজে খাঁজে ময়লা জমে বিশ্রী দেখতে লাগে। তাই প্রতিদিন রাতে শুতে যাওয়ার আগে পা ভালো করে পরিষ্কার করে নিয়ে এক চামচ বেকিং সোডা, এক চামচ গ্লিসারিন, এক চামচ লেবুর রস ভালো করে মিশিয়ে নিয়ে সেই গোড়ালিতে মালিশ করে একটা মোজা পরে শুয়ে পড়ুন। এমনটা করলে গোড়ালি ভীষণ নরম থাকবে।