Hoop News

ব্যাংকে একসাথে সর্বোচ্চ কত টাকা রাখলে কোনো সমস্যা হয়না, জেনে রাখা ভালো

নতুন ব্যাংক অ্যাকাউন্ট খুলতে চান বা টিভির পর্দায় পার্থ-অর্পিতার আর্থিক দুর্নীতি দেখে ভয় পেয়েছেন? ভাবছেন যে ব্যাংক অ্যাকাউন্ট নাহয় খোলা হল, কিন্তু সর্বোচ্চ কত টাকা রাখলে আইটি বিভাগের দৃষ্টি আকর্ষণ করবে না। চলুন জানি সংক্ষিপ্ত ভাবে। প্রথমত, তিন ভাবে আপনি টাকা জমাতে পারেন, সেগুলো হল যথাক্রমে – সেভিংস, কারেন্ট, এবং বেসিক সেভিংস ব্যাঙ্ক ডিপোজিট।

মূলত টাকা রাখার জন্যই খোলা হয় সেভিংস অ্যাকাউন্ট। স্বল্পমেয়াদী লক্ষ্যে সেভিংস অ্যাকাউন্টে টাকা জমানো একটা দারুন পরিকল্পনা হতে পারে। সেভিংস অ্যাকাউন্ট এ টাকা রাখলে যাবতীয় লেনদেন চালানো যায়। ব্যবসায়িক লেনদেন করার জন্য মানুষ কারেন্ট অ্যাকাউন্ট তৈরি করেন। ঘটনা হল, এখানে জমা টাকায় কোনও সুদ পাওয়া যায় না, যেটা সেভিংস এ সম্ভব। কোনো গ্রাহক যদি বেসিক সেভিংস ব্যাঙ্ক ডিপোজিট অ্যাকাউন্ট খোলেন, তাহলে সেই গ্রাহককে আর সেভিংস অ্যাকাউন্ট খুলতে হয় না। তবে, বেশিরভাগ মানুষ সেভিংস অ্যাকাউন্ট খোলেন এবং বিভিন্ন লেনদেন করেন।

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) র নিয়ম অনুযায়ী সর্বোচ্চ ১ লাখ টাকা রাখা যেতে পারে সেভিংস এ। পরবর্তীতে সেটি ২ লাখ পর্যন্ত হয়েছে। এর বেশি রাখলে সেটি আইটি দৃষ্টি আকর্ষণ করতে পারে। প্রসঙ্গত, আর্থিক দুর্নীতি এই মুহূর্তে চরমে উঠেছে। কিছু মানুষ ব্যাংকের চোখে ফাঁকি দিয়ে কালো টাকা সাদা করছেন অন্য নানান উপায়ে, কেউ কেউ ঘরেই টাকা রাখছেন, তো কেউ জমি বাড়ি কিনে টাকা ছড়িয়ে দিচ্ছেন। কিন্তু, সাধারণ মানুষ আজও ব্যাংকের উপর নির্ভরশীল। তাই ব্যাংক সম্পর্কিত সঠিক তথ্য জানার জন্য অবশ্যই নিকটবর্তী ব্যাংকে গিয়ে যোগাযোগ করতে হবে, এবং প্রয়োজনীয় নথি অর্থাৎ আধার কার্ড, ভোটের কার্ড, ছবি নিয়ে যেতে হবে। প্রত্যেকটি ব্যাংকে নানান স্কিম অর্থাৎ প্রকল্প রয়েছে। সুতরাং টাকা জমানোর নানান পন্থা রয়েছে, যেগুলি নিজেকে গিয়ে যাচাই করতে হয়।

Related Articles