Gold Price Today: পুজোর মুখে ৫০ হাজারের নীচে সোনার দর, মুখে হাসি ফুটল মধ্যবিত্তদের
বিগত বেশ কিছু মাস ধরে সোনার দামে বিরাট পতন দেখা দিয়েছে। যেই সোনার মূল্য ৫০ ছাড়িয়ে মধ্যবিত্তদের কপালে হাত ঠেকিয়ে দিয়েছিল, সেই সোনা এখনও ৫০ এর নিচে। আজকে যদি আপনি হলমার্ক সোনা কিনতে যান তবে তার দাম আসবে ১ গ্রাম অনুযায়ী, ৪,৮৪০ টাকা। যদি ১০ গ্রামের কোনো গহনা বুক করতে চান তবে শুধু মাত্র সোনার দাম আসবে ৪৮,৪০০ টাকা। বাকি জি এস টি ও মেকিং চার্জ আলাদা। চলুন দেখে নিই সোনার ও রুপোর দাম।
গতকালের সোনার দাম-» ২২ ক্যারেট সোনার দাম ১ গ্রাম অনুযায়ী – ৪,৭৬০ টাকা। ১০ গ্রামের দাম – ৪৭,৬০০ টাকা। হলমার্ক গহনা সোনার দাম – ৪৮,৩০০ টাকা (১০ গ্রাম অনুযায়ী)। ২৪ ক্যারেট সোনার দাম ১০ গ্রাম অনুযায়ী – ৫০,১৫০ টাকা। (জি. এস. টি আলাদা)। রূপার বাট (প্রতি কেজি) ৫৬,১০০ টাকা। রূপা খুচরো (প্রতি কেজি)৫৬,২০০ টাকা।
আজকের (২৭.৯.২২) সোনার দাম-» ২২ ক্যারেট সোনার দাম ১ গ্রাম অনুযায়ী – ৪,৭০০ টাকা। ১০ গ্রামের দাম – ৪৭,৭০০ টাকা। হলমার্ক গহনা সোনার দাম – ৪৮,৪০০ টাকা ( ১০ গ্রাম অনুযায়ী)। ২৪ ক্যারেট সোনার দাম ১০ গ্রাম অনুযায়ী – ৫০,৩০০ টাকা। ( জি. এস. টি আলাদা )। রূপার বাট (প্রতি কেজি) ৫৫,৭০০ টাকা। রূপা খুচরো (প্রতি কেজি) ৫৫,৮০০ টাকা।
সোনা কেনার পূর্বে অবশ্যই দাম যাচাই করে কিনতে যাবেন। উপরের লিখিত সোনার দামে জি. এস. টি যুক্ত নেই। প্রত্যেকটি দোকানের মেকিং চার্জ আলাদা হয়, তাই জি. এস. টি ও মেকিং চার্জ সহ গোটা জিনিসটির দামের পার্থক্য হয়। উল্লেখ্য, সোনার গহনা কেনার সময় অবশ্যই হলমার্ক দেখেই কিনবেন।