whatsapp channel

TRP: সেরা হওয়ার লড়াইয়ে জোর টক্কর দুই জি কন্যার, এবারের টিআরপি তালিকায় ব্যাপক পরিবর্তন!

গত সপ্তাহে টিআরপি চার্ট (TRP Chart) দেখলে দেখা যাবে প্রথম স্থানে ছিল 'গৌরী এলো', সেই একই স্থান ধরে রেখেছে এই ধারাবাহিক। দ্বিতীয় স্থানে ছিল 'জগদ্ধাত্রী' এবং তৃতীয় স্থানে 'গাঁটছড়া'। প্রথম…

Avatar

Susmita Kundu

গত সপ্তাহে টিআরপি চার্ট (TRP Chart) দেখলে দেখা যাবে প্রথম স্থানে ছিল ‘গৌরী এলো’, সেই একই স্থান ধরে রেখেছে এই ধারাবাহিক। দ্বিতীয় স্থানে ছিল ‘জগদ্ধাত্রী’ এবং তৃতীয় স্থানে ‘গাঁটছড়া’। প্রথম পাঁচ এর মধ্যে ছিল না ‘মিঠাই’, এমনকি এই সপ্তাহেও প্রথম পাঁচ এর মধ্যে নেই ‘মিঠাই’। চলুন দেখে নিই কারা রইলো এগিয়ে আর কারা রয়েছে পিছিয়ে।

১) গৌরী এলো ৭.৫

২) জগদ্ধাত্রী ৭.০

৩) ধুলোকণা ৬.৭

৪) গাঁটছড়া ৬.৫

৫) খেলনা বাড়ি ৬.১

৬) আলতা ফড়িং ৫.৯

৭) সাহেবের চিঠি, মাধবীলতা, মিঠাই ৫.৮

৮) অনুরাগের ছোঁয়া ৫.৭

৯) নবাব নন্দিনী – ৫.৪

১০) লক্ষ্মী কাকিমা সুপারস্টার ৫.৩

১১) পিলু ৪.৭

১২) এক্কা দোক্কা ৪.৬

১৩) এই পথ যদি না শেষ হয় ৪.৫

১৪) হরগৌরী পাইস হোটেল ৪.৪

১৫) লালকুঠি, গুড্ডি – ৩.৬

১৬) উড়ন তুবড়ি ৩.৩

১৭) বোধিসত্ত্বর বোধবুদ্ধি ৩.১

১৮) গোধূলি আলাপ ২.৬

১৯) শিশু ভোলানাথ ২.০

২০) রাধাকৃষ্ণ ১.৪

প্রসঙ্গত, গত সপ্তাহে দুটি ধারাবাহিক ট্রোলিং এর শিকার হয়। ‘গুড্ডি’ ও ‘শিশু ভোলানাথ’ নিয়ে মানুষ শুরু করে নেগেটিভ সমালোচনা। ধারাবাহিক ‘গুড্ডি’ তে পরকীয়া সম্পর্ককে প্রশ্রয় দেওয়া হচ্ছে বলে মনে করে দর্শকরা। অন্যদিকে, ‘শিশু ভোলানাথ’ ধারাবাহিকে দেবীকে স্পোর্টস ব্রা পরানো হয়েছে বলে প্রতিবাদের ঝড় ওঠে, এছাড়াও দেবীর অভিনয় নিয়েও মানুষ কটূক্তি প্রকাশ করেন।

রিয়্যালিটি শো

১) দিদি No.1 [সানডে ধামাকা] ৫.১

২) সা রে গা মা পা ৪.৩

৩) Dance Dance Junior ৪.১

৪) রান্নাঘর ১.০

whatsapp logo