whatsapp channel

রূপে লক্ষ্মী গুণে সরস্বতী, UPSC পাশ করলেন ভারত সেরা সুন্দরী

Avatar

HoopHaap Digital Media

ঐশ্বর্য শেওরান, যিনি একজন নামী মডেল, তবে তার শুধুই একটাই রূপ নয়। তিনি মডেলিংয়ের পাশাপাশি পড়াশোনাতেও তুখোড়। তার ক্ষেত্রে কথাটা বোধ হয় একেবারেই প্রযোজ্য ‘যে নারী রাঁধে সে চুলও বাঁধে’। ২০১৯ সালে ইউপিএসসি পরীক্ষা তে তিনি ৯৩ তম স্থান দখল করেন। এ তো গেল তার পড়াশোনার দিকটির কথা।

অন্যদিকে গ্ল্যামারের দুনিয়াতেও তিনি বেশ প্রসিদ্ধ। মডেল হিসাবে তার বেশ নামডাক আছে। শুধু তাই নয়, দেশের একাধিক প্রথম সারির ফ্যাশন উইকে তিনি র‍্যাম্পে হাঁটেন। তিনি পড়াশোনা করেছেন দিল্লির শ্রীরাম কলেজ অফ কমার্স থেকে। যদিও তা তিনি একজন সৈন্য পরিবার থেকে উঠে এসেছিলেন।

নারীরা হলো অর্ধেক আকাশ। তারা ছাড়া এক মুহূর্ত সমাজ চলবে না। নারীরা চাইলেই সমস্ত কাজ তারা করতে পারে। তার একমাত্র জলজ্যান্ত উদাহরণ ঐশ্বর্য। ঐশ্বর্য পরবর্তীকালে অনেক মেয়েরই আদর্শ হতে পারে। মডেলিংয়ের পাশাপাশি সে সমানতালে তার পড়াশুনাকেও চালিয়ে গেছেন। শুধু তাই নয়, মনের জোর ছিল তিনি একদিন আই.এ.এস অফিসার হবে। সেই জোরকে সঙ্গী করেই ইউ.পি.এস.সি পরীক্ষা এত বড় সাফল্য পান তিনি।

Avatar