Hoop Plus

একনজরে দেখে নিন তারকাদের গণেশ পুজো

মার্চের পর থেকেই ভারতের পুজো-উৎসবগুলি ঘরের চার দেওয়ালের মাঝে বন্দী হয়ে পড়েছে। করোনার সংক্রমণে লক ডাউন পিরিয়ডে মন্দিরগুলি বন্ধ করে দেওয়া হয়েছিল। শর্তসাপেক্ষে সেগুলি খুললেও এখনো বন্ধ বড় বড় ভীড়সঙ্কুল মন্দিরগুলি। তার মধ্যেই ঘরোয়া পুজো উৎসবগুলিকে যতটা সুন্দর ভাবে রূপ দেওয়া সম্ভব হয় তার প্রচেষ্টায় রত সাধারণ মানুষ থেকে শুরু করে সেলিব্রিটিরাও।

আজ গণেশ চতুর্থীতে সোশ্যাল মিডিয়ায় ঘরোয়া ভাবে সিদ্ধিদাতার আরাধনা করতে দেখা যাচ্ছে উৎসবপ্রেমী ভারতীয়দের। গণেশ পুজো করে এবং শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছেন সেলিব্রিটিরাও। অভিনেত্রী ও রাজ্য সভার সাংসদ রুপা গঙ্গোপাধ্যায় গণেশ চতুর্থীতে গণেশ ঠাকুরের মূর্তি কোলে সুশান্তের একটি ছবি পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন। সেই সঙ্গে শান্তি কামনা করেছেন সুশান্তের আত্মারও।

 

View this post on Instagram

 

🌺 गणपति बाप्पा मोर्या 🌺 And He’s here!😍🙏🏻😍 ~ गणेश चतुर्थी की आप सभी को ढेर सारी शुभकामनाएँ🌺🙏🏻❤️ Wishing my #InstaFam and all a very Happy Ganesh Chaturthi❤️🙏🏻🌺 This year, we need Bappa’s presence and His blessings more than ever. I pray that we emerge victorious from these times with strength & wisdom, and embrace a better future together. May each one of us be blessed abundantly with tons of love, health, happiness, and success. Stay safe… stay healthy… stay strong!🙏🏻❤️ @rajkundra9 . Thank you, @punitbalanaofficial, for these thoughtful outfits loved twinning with the family ❤️🙏🤗 . . . #HappyGaneshChaturthi #GanapatiBappaMorya #Blessed #gratitude #happiness #familytime #FestivalsOfIndia #StayHealthy #StayHappy #StaySafe

A post shared by Shilpa Shetty Kundra (@theshilpashetty) on

শুভেচ্ছা জানিয়েছেন সদ্য করোনাজয়ী বলিউড স্টার অমিতাভ বচ্চনও গণেশের পায়ে মাথা ঠেকানো অবস্থায় নিজের পুরোনো ছবি পোস্ট করে। পিছিয়ে নেই খেলোয়াড় জগতও। প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সহবাগ ঘরে গণেশ পুজো করে সেই ছবি পোস্ট করেছেন। সকলের সুস্থতা কামনা করে শুভেচ্ছা জানিয়েছেন পরিচালক একতা কাপুর। অন্যদিকে গম ও হলুদ দিয়ে অভিনব ‘হোম মেড’ গণেশ তৈরি করে পুজো করেছেন অভিনেতা রাজকুমার রাও।

 

View this post on Instagram

 

A post shared by RajKummar Rao (@rajkummar_rao) on

Related Articles