নিজের দেশকে উৎসর্গ করে একটি সিনেমা তৈরি করতে চেয়েছিলেন সুশান্ত, কি ছিল সেই ছবির নাম!
দেশ এবং দেশের সেনাবাহিনীকে উৎসর্গ করে প্রযোজক হিসেবে প্রথম ছবি করতে চেয়েছিলেন সুশান্ত
বেঁচে থাকলে হয়তো খুব শীঘ্রই প্রযোজক হিসেবে সিনেমা নির্মাণের কাজ শুরু করতেন অভিনেতা সুশান্ত সিং রাজপুত। কিন্তু সেই সুযোগ আর হয়ে উঠলো না, অকালেই পৃথিবী ছেড়ে বিদায় নিলেন এই বহুমুখী প্রতিভা। দেশকে উৎসর্গ করে একটি সুন্দর সিনেমা নির্মাণের পরিকল্পনা করেছিলেন সুশান্ত, তার ঘনিষ্ঠ বন্ধু সন্দীপ সিং পোস্ট মারফত এই নতুন তথ্য প্রকাশ্যে আনেন।
প্রযোজক হিসেবে সুশান্তের প্রথম ছবির নাম ঠিক করেছিলেন ‘বন্দে মাতরম’। বন্ধুর সঙ্গে হাত মিলিয়ে এটিই হত পরিচালক ও প্রযোজক হিসেবে তার প্রথম কাজ। কিন্তু পরিকল্পনা বাস্তবে রূপ নেওয়ার আগেই চিরঘুমের দেশে চলে গেলেন সুশান্ত, এই কারণেই অত্যন্ত দুঃখিত বন্ধু সন্দীপ। প্রিয় বন্ধুর চলে যাওয়ার শোক তিনি কিছুতেই কাটিয়ে উঠতে পারছেন না সে কারণেই সোশ্যাল মিডিয়ায় নানান পোস্ট দিয়ে পুরোনো স্মৃতি মন্থন করে বন্ধুকে স্মরণ করছেন।
গতকাল ‘বন্দে মাতরম’ সিনেমার কথা বলতে গিয়ে আবেগঘন হয়ে পড়লেন সন্দীপ। তিনি লিখছেন, “তুমি কথা দিয়েছিলে। আমরা, দুই বিহারী ভাই ইন্ডাস্ট্রিতে রাজ করব। সহযোগিতা করব ইন্ডাস্ট্রিতে আসা সমস্ত স্বপ্ন দেখা মানুষদের। তুমি কথা দিয়েছিলে আমার পরিচালক হিসেবে অভিষেক হবে তোমার সঙ্গে। রাজ শান্ডিল্য গল্পও লিখেছে। আমরা একসঙ্গে প্রযোজনা করব ছবিটার। তোমার আমার উপরে বিশ্বাসটাই ছিল আমার শক্তি। এখন তুমি কোথায়, আমিও শেষ। কিন্তু ভাই আমি তোমাকে কথা দিয়েছিলাম। তুমি বলো এই স্বপ্ন কীভাবে পূরণ করব আমি? তোমার মতো করে কে আমার হাত ধরবে?”
বিশেষ সূত্রে জানা গিয়েছে ‘বন্দেমাতরম’ নামক এই সিনেমাটি দেশ এবং দেশের সেনাবাহিনীকে উৎসর্গ করতে চেয়ে ছিলেন অভিনেতা। কিন্তু তার সেই স্বপ্ন এবং ইচ্ছা বোধহয় অপূর্ণই রয়ে গেল!