whatsapp channel

প্রবল বেগে ধেয়ে আসছে নিম্নচাপ, ভারী বৃষ্টি নিয়ে বড় আপডেট দিল হাওয়া অফিস

আর কিছুক্ষণের মধ্যেই দক্ষিণবঙ্গের ৭ জেলায় ধেয়ে আসতে চলেছে প্রবল বর্ষণ। এদিন সকাল অঝোরে বৃষ্টির পাশাপাশি বজ্রপাতের সতর্কতাও জারি হয়েছে এই এলাকায়। রবিবার সকালে আলিপুর আবহাওয়া দফতর দক্ষিণবঙ্গের বেশ কিছু…

Avatar

HoopHaap Digital Media

আর কিছুক্ষণের মধ্যেই দক্ষিণবঙ্গের ৭ জেলায় ধেয়ে আসতে চলেছে প্রবল বর্ষণ। এদিন সকাল অঝোরে বৃষ্টির পাশাপাশি বজ্রপাতের সতর্কতাও জারি হয়েছে এই এলাকায়। রবিবার সকালে আলিপুর আবহাওয়া দফতর দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। এই জেলাগুলি হল- কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া ও পূর্ব মেদিনীপুর। এর মধ্যে নদিয়া, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনার বেশ কিছু অংশে সকাল থেকেই বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। অন্যদিকে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে প্রবল বর্ষণের আশঙ্কা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি ও পূর্ব মেদিনীপুরে।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে এমনই জানা গেছে। এদিন সকাল থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে আকাশ মেঘলা থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের বিভিন্ন অঞ্চলে রবিবার পর্যন্ত বৃষ্টির পরিমাণ আরও বাড়ার সম্ভাবনার কথা আগেই জানিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। এবার জারি করা হল সতর্কতা।

প্রসঙ্গত, এ বছর বৃষ্টির সঙ্গে সঙ্গে বজ্রপাতের ঘটনা ব্যাপক বৃদ্ধি পেয়েছে। শুধু তাই নয়, বজ্রপাতের ঘটনায় প্রাণহানির ঘটনাও বৃদ্ধি পেয়েছে। তাই প্রবল বর্ষণের সঙ্গে বজ্রবিদ্যুৎ-এর আশঙ্কা থাকায় এই ৭ জেলার বাসিন্দাদের আগাম সতর্ক করেছে আলিপুর আবহাওয়া দফতর। চাষের মরশুমে বজ্রবিদ্যুৎ-এর কবলে পড়ে মাঠের মধ্যেই কৃষকের প্রাণহানির ঘটনা ঠেকাতে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।‌

whatsapp logo
Avatar
HoopHaap Digital Media