বিশেষ মন্ত্রে পুজো করুন তারা মায়ের, অর্থ সমৃদ্ধি আসবে দু’হাত ভরে
পশ্চিমবঙ্গের বীরভূম জেলার তারাপীঠে পূজিত হন তারা মা। পুরাণ গ্রন্থে, এই তারা শ্যামবর্ণ এবং কালরুপিনী নামে পরিচিত। তারাপীঠ ছাড়াও আরো অন্যান্য জায়গাতেও তারা মায়ের পুজো হয়। কৌশিকী অমাবস্যার দিন এই মা পূজিত হন।
মনোবাঞ্ছা পূর্ণ করতে, সংসারে শান্তি আনতে পুজো করুন তারা মায়ের। সময়কে ভালো রাখতে দুর্গতি কাটিয়ে উঠতে তারা মা আপনাকে সাহায্য করবে। তারা মায়ের নানান রূপ কখনো উগ্রতারা, কখনো নীল সরস্বতী, কখনো একজোড়া তারা, কখনো আবার কুরুকুল্লা তারা, কখনো বশ্য তারা কখনো মহাশ্রী তারা। শুধুমাত্র হিন্দু ধর্মে নয়, বৌদ্ধধর্মেও পূজিতা দেবী।
কথিত আছে, এই দিন তারা মায়ের পুজো করলে আপনার মনোবাঞ্ছা পূর্ণ হবে। তবে সব সময় মন্দিরে যাওয়া সম্ভব হয় না তাই বাড়িতেই যদি তারা মায়ের মূর্তি বা কোনো ছবির সামনে শ্বেতপদ্ম দিয়ে ১০৮ বার মায়ের নাম জপ করেন তাহলে মায়ের কৃপায় আপনার সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ হবে।