Hoop NewsHoop Trending

মোদির লাদাখ সফরের পরই সীমান্তে বাড়ছে উৎপাত চিনা বাহিনীর

ক্রমশ জটিলতা বাড়ছে সীমান্তে, মোদির লাদাখ সফরের পর সুর চড়াচ্ছে চিন

লাদাখ সীমান্ত নিয়ে দুই দেশের মধ্যে উদ্ভুত পরিস্থিতি ক্রমশ ঘোরালো হচ্ছে। আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের কথা উঠে এলেও চিনের সাম্প্রতিক গতিবিধি উত্তেজনা বাড়াচ্ছে সীমান্তে। বিভিন্ন সংবাদসংস্থার পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, সীমান্তে যুদ্ধ পরিস্থিতি তৈরি করেছে চিন।

ইতিমধ্যে রণসজ্জায় সজ্জিত চিনা সৈন্য ভিড় বাড়িয়েছে সীমান্ত এলাকায়। থেমে নেই ভারতও। ইতিমধ্যে সীমান্তে মিসাইল সিস্টেম সহ যুদ্ধ সামগ্রী প্রস্তুত রাখছে তারা। তবে, এখনও পর্যন্ত আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের বিষয়ে আগ্রহী ভারত। এ বিষয়ে শুক্রবার আমেরিকা, ফ্রান্স, জার্মানি, রাশিয়া, জাপানের কাছে ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা নিজেদের অবস্থানের ব্যাখ্যা দিয়েছেন।

ভারত ও চিনের মধ্যে লাইন অফ একচুয়াল কন্ট্রোল নিয়ে উদ্ভূত সমস্যা নিয়ে বিস্তারিত জানিয়েছেন তিনি। একইসঙ্গে, সীমান্ত সমস্যা নিয়ে দুই দেশের মধ্যে হওয়া আলোচনা নিয়েও জানিয়েছেন তিনি। তবে শুক্রবার, মোদির লাদাখ সফরকে ঘিরে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এর পর থেকেই হুমকি দিতে শুরু করেছে চিনের কমিউনিস্ট সরকার।

প্রসঙ্গত, শুক্রবার সকালে লাদাখ ভ্রমণে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সীমান্তের উদ্ভূত যুদ্ধ পরিস্থিতিতে দেশের সেনা জওয়ানদের মনোবল বাড়াতে প্রধানমন্ত্রীর লাদাখ সফর বলে জানা গেছে। যা নিয়ে ট্যুইট করেন কমিউনিস্ট সরকারের মুখপত্র গ্লোবাল টাইমস-এর এডিটর-ইন-চিফ হু শিজিন। মোদির লাদাখ সফরকে নিছকই চমক বলে উল্লেখ করেন তিনি। এরপরই ভারতীয় সেনাবাহিনীকে হুশিয়ারি দিয়ে তিনি জানান, ভুল করেও যেন চিনের পিপলস লিবারেশন আর্মির ধারে কাছে না আসে তারা।

whatsapp logo