সূর্যগ্রহনের সময় ভুল করেও এই কাজগুলি করবেন না, হতে পারে চরম ক্ষতি
আজ পৃথিবীবাসী সাক্ষী থাকবে এক বিরল দৃশ্যের, আজ পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। ভারতবর্ষ থেকেও এই গ্রহণ দেখা যাবে। কিন্তু গ্রহণ চলাকালীন কিছু জিনিস মাথায় রাখতে হবে। গ্রহণের সময় এই কাজগুলি ভুলেও করবেন না। জেনে নিন কি কি:-
১) সূর্য গ্রহণ চলাকালীন খাবেন না৷ এই সময় যে কোনও কিছু খাওয়া উচিৎ নয়৷ তবে তুলসি বা তিল দিয়ে রাখলে অনেক ক্ষেত্রে খাবার পরিশুদ্ধ হয় এবং তা খেলে সমস্যা হয় না৷ এমনই বলা হয়৷
২) গর্ভবতী মহিলারা কোনও ভাবে গ্রহণ দেখবেন না৷ কারণ মনে করা হয় গ্রহণের সময় যে সূর্যের রশ্মি বিচ্ছুরিত হয়, তা ক্ষতিকর৷
৩) পুজো করবেন না৷ বলা হয় সূর্যগ্রহণের সময় ঈশ্বর বন্দনা করা উচিৎ নয়৷ তাই এই সময় মন্দিরের দরজা বন্ধ থাকে৷
৪) শারীরিক সম্পর্ক নয়৷ গ্রহণের সময় ভুল করেও স্বামী-স্ত্রী বা সঙ্গীর সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হবেন না৷ কারণ বলা হয় সূর্যগ্রহণের সময় যদি কোনও সন্তান গর্ভে আসে, তাহলে তাকে সারা জীবন কষ্ট পেতে হয়৷ এবং এই বিশ্বাসটি খুবই প্রচলিত৷
আজ সূর্যগ্রহণের সাক্ষী থাকতে তৈরি হয়ে যান৷ তবে পূর্ণ নয়, একে বলয়গ্রাস সূর্যগ্রহণ বলছেন বিশেষজ্ঞরা৷ যা ভারতের আকাশেও দেখা যাবে রবিবার৷ এদিন সূর্যকে ঢেকে দেবে চাঁদ এবং বার্ষিক এই গ্রহণে পুরো অন্ধকার হয়ে যাবে না৷ তবে তৈরি হবে আগুনের আংটি! ভারতের বিভিন্ন প্রান্ত থেকে দেখা যাবে এই গ্রহণ৷ সকাল ১০ থেকে শুরু হবে এই গ্রহণ যা চলবে ১১.৫০ মিনিট পর্যন্ত এবং সেই সময় প্রায় গোটা সূর্য ঢেকে যাবে চাঁদের ছায়ায়৷ ১ মিনিটের কিছুটা বেশি সময় এই গ্রহণ প্রত্যক্ষ করা যাবে৷ দেশের বিভিন্ন জায়গা থেকে গ্রহণ চাক্ষুস করা গেলেও রাজস্থান, হরিয়ানা এবং উত্তরাখণ্ডে তা খুব স্পষ্ট দেখা যাবে৷