Hoop News

পুজোর‌ দিনগুলিতেও ভারী বৃষ্টিতে ভাসবে বাংলা! আবহাওয়া নিয়ে বড় আপডেট মৌসম ভবনের

খাতায় কলমে বর্ষা অনেক আগেই প্রবেশ করেছে বাংলায়। তবে ক্যালেন্ডার বর্ষাকাল দেখালেও আবহাওয়া দেখাচ্ছিল অন্য রূপ। বৃষ্টি (Rain Update) তো দূরের কথা, বরং ভ্যাপসা গরমে নাজেহাল হয়ে উঠেছিল শহরবাসী। তবে জুলাই এর শেষে এসে সেই আক্ষেপ মিটেছে মানুষের। অগাস্টের শুরুতেই বৃষ্টির ঘাটতি অনেকটা কমে গিয়েছে। দু তিন দিন ধরে লাগাতার ভারী বৃষ্টিতে অনেক জায়গা জলমগ্নও হয়ে গিয়েছে। আর সেই সঙ্গে আরো এক আশঙ্কাও জাঁকিয়ে বসেছে রাজ্যবাসীর মনে।

বর্ষাকাল আগে প্রবেশ করলেও বৃষ্টি শুরু হতে অনেকটা সময় লেগে গিয়েছে এ বছর। নিম্নচাপের বৃষ্টিতে বিগত তিন দিন ধরে ভিজছে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা। কোথাও কোথাও হাঁটুজলও উঠে গিয়েছে। এর মাঝেই মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, দুর্গাপুজোর আগে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হবে এ রাজ্য সহ সমগ্র দেশে। এর সঙ্গেই প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি পুজোতেও বৃষ্টির ভ্রুকুটি থাকবে?

মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, অগাস্ট মাসের শেষে লা নিনার জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে। এর ফলে অগাস্ট মাস জুড়ে এবং সেপ্টেম্বরে ৪২২.৮ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। এ বছরে অক্টোবরের শুরুর দিকেই দুর্গাপুজো। ফলে পুজোতেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, জুন এবং জুলাইয়ে স্বাভাবিক বৃষ্টিপাত হয়েছে। তবে জুলাইয়ে বৃষ্টির পরিমাণ স্বাভাবিকের তুলনায় বেশি। শুধুমাত্র মধ্য ভারতেই ৩৩ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে। মৌসম ভবনের প্রধান জানিয়েছেন, দেশের বেশিরভাগ জায়গাতেই সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকবে। গাঙ্গেয় সমতলভূমি, মধ্য ভারত এবং দক্ষিণ পূর্ব উপকূলে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিক বা স্বাভাবিকের থেকে কম থাকবে বলে জানা গিয়েছে।

Related Articles