Advertisements

Weather Update: ক্রমশ ঊর্ধ্বমুখী গ্রীষ্মের পারদ, গরমে অস্বস্তিতে শহরবাসী

Avatar

HoopHaap Digital Media

Follow
Advertisements

মার্চ মাসেই যেন মে মাসের অনুভূতি। যেখানে বসন্তের কলতান শোনা যাওয়ার কথা সেখানে উধাও স্বয়ং ঋতুরাজ। বসন্তের আগমনকে বিঘ্নিত করে রেখেছে অকাল গ্রীষ্ম। মার্চের প্রথম সপ্তাহেই পারদের গ্রাফ ঊর্ধ্বমুখী। আবহাওয়াবিদদের মতে আগামী সপ্তাহে ৩৫ ডিগ্রি পর্যন্ত হতে পারে তাপমাত্রা। আবার আগামী কয়েকদিনের মধ্যে বিন্দুমাত্র বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছেন আবহাওয়া দপ্তর। এক নজরে দেখে নেওয়া যাক, ঠিক কেমন থাকবে আবহাওয়া।

চলতি সপ্তাহে সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৩৫ ডিগ্রি সেলসিয়াস। এমনটাই মনে করছেন আলিপুর আবহাওয়া দপ্তরের আধিকারিকরা। রবিবার যেন সেই দিকেই এগোচ্ছে তিলোত্তমা। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩২.৮ ডিগ্রি সেলসিয়াস। এবং কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২১.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ থাকবে ৯৬ শতাংশ।

এই সপ্তাহের আবহাওয়ার তেমন বিশেষ কিছু পরিবর্তন থাকছেনা। বৃষ্টিপাতের সম্ভাবনা একেবারে ক্ষীণ। মূলত আকাশ পরিষ্কার থাকবে সারাদিন। কিন্তু ধীরে ধীরে চড়তে শুরু করবে তাপমাত্রা। তবে দার্জিলিং এবং কালিম্পং এর মত উত্তরবঙ্গের জেলা গুলি তে সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

ভূতত্ত্ববিদের মতে, এখন রাজ্যে কোনো আকস্মিক বৃষ্টির সম্ভাবনা নেই। তবে সামনের সপ্তাহে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা দেখা যাচ্ছে যার জেরে বৃষ্টি হতে পারে গোটা বঙ্গ জুড়ে। চলতি মাসে ৩৭ ডিগ্রি ছুঁতে পারে তাপমাত্রা। উত্তরোত্তর এই গরম বৃদ্ধির অন্যতম কারণ হলো দূষণ। তবে এবারে গরমে বেশ নাজেহাল অবস্থা হবে শহরবাসীর এমনটাই জানাচ্ছেন তিনি।

ভূতত্ত্ববিদ সুজীব করের কথায়, “গাছ কেটে ফেলা হচ্ছে। জলাশয় বুজিয়ে ফেলা হচ্ছে। এই কারণেই উত্তাপ ক্রমশ বাড়ছে। গত বছর মার্চ মাসে এতটা গরম ছিল না। কিন্তু, এ বছর গরম অনেকটাই বেড়েছে। যত গাছ কেটে লোহা, কংক্রিট বাড়ানো হবে, ততই তাপমাত্রা বাড়বে। শুধু তাই নয়, শীতকালের শীতের তীব্রতাও বাড়বে উত্তরোত্তর।”

Avatar
HoopHaap Digital Media

...

Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow