Hoop News

Weather Update: কিছুদিন পর থেকেই টানা বৃষ্টির পূর্বাভাস, বর্ষা ঢোকার দিনক্ষণ অবশেষে এল প্রকাশ্যে

তীব্র তাপে পুড়ে ঝাঁঝরা হয়ে যাচ্ছে দক্ষিণবঙ্গ। চড়া রোদের সকালবেলা বাইরে বেরোনোর রীতিমতো মুশকিল হয়ে গেছে। গরমে ঘেমেনেয়ে ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে যাচ্ছে, নিত্যযাত্রীরা যাচ্ছেন অফিস আদালতে। সকলেই আকাশের দিকে চাতক পাখির মতন চেয়ে আছে, কবে বৃষ্টি নামবে। কদিন পর থেকে টানা বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে, এমনটাই জানাচ্ছে আবহাওয়া দফতর।

এই সপ্তাহের বৃহস্পতিবার শুক্রবার শনিবার পশ্চিমের ৩ জেলা পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পূর্ব পুরুলিয়াতে তাপ প্রবাহের সর্তকতা আছে। ঝাড়গ্রাম, বাঁকুড়াতে মৃদু তাপপ্রবাহ কিন্তু বাকি জেলাগুলোতে চূড়ান্ত ঘর্মাক্ত পরিস্থিতি থাকবে বলে জানানো হচ্ছে।

বৃষ্টি কবে থেকে শুরু হবে?

বুধবার দিন মালদহ, দক্ষিণ দিনাজপুরের কিছু অংশে ভারী বৃষ্টি হতে পারে। বুধবার দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি, কলকাতার উপকূলের জেলা বাদ দিয়ে সব জেলাতে সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার বিকাল থেকে এই অবস্থাটা কিছুটা বদলাবে কলকাতা, হাওড়া, হুগলিতে বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে।

শুক্রবার এর আবহাওয়া কেমন থাকবে?

১৪ ই জুন উত্তরবঙ্গের শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণের সমস্ত জেলাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। বীরভূম, বাঁকুড়া, ঝাড়গ্রাম, বর্ধমান জুড়ে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে।

শনিবার কোথায় কোথায় বৃষ্টি?

শনিবার ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া দুই মেদিনীপুরের কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা আছে। ৩০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে, সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে।

কলকাতা ও তার সংলগ্ন এলাকাতে কবে থেকে বৃষ্টি?

বুধবার , বৃহস্পতিবার এবং শুক্রবার কলকাতায় বৃষ্টির খুব একটা সম্ভাবনা নেই। শনিবার কলকাতায় সামান্য পরিমাণে বৃষ্টি হতে পারে। রবিবার থেকে অর্থাৎ ১৬ই জুন কলকাতা এবং তার সংলগ্ন এলাকাগুলিতে ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বর্ষা কবে বঙ্গে ঢুকছে?

বাংলায় মৌসুমী বায়ু কবে ঢুকবে, তা নিয়ে এখনো পর্যন্ত সঠিক খবর জানানো যাচ্ছে না। দিল্লি মৌসম ভবন জানিয়েছে, ১৪ই জুনের আগে কোনরকম পূর্বাভাস দেওয়া সম্ভব নয়।

Related Articles