১০ ফুটের সুবিশাল কুমির দেখতে আমজনতার ভিড় মধ্যপ্রদেশে, ভাইরাল ভিডিও
মধ্যপ্রদেশের শিবপুরির রান্নোদ এর একটি হাইওয়ে হঠাৎ করে গ্রামবাসীদের চোখে পড়ে দশ ফুট লম্বা একটি কুমির। সবচেয়ে বড় কথা গ্রামবাসীরা যখন তাদের পশু নিয়ে পালন করতে বেরিয়েছিল তখনই হঠাৎ করে তাদের চোখে এই বড় কুমিরটি পড়ে।
প্রত্যক্ষদর্শীদের মত অনুযায়ী, রাস্তার এক পাড়ে কুমিরটি অপেক্ষা করছিল গাড়ি, চলে গেলে সে রাস্তা পার হবে বলে। গ্রামবাসীরা কমিটিকে দেখার পরে বনদপ্তর এ খবর দিলে। তারা এসে নিয়ে যায়। গ্রামবাসীরা জানায় অতিবৃষ্টির ফলে, চারিদিকে পুকুর খানাখন্দ জলে টইটুম্বুর। সেজন্যই দেখা মিলেছে এমন কুমিরের।
গত সপ্তাহে উত্তরপ্রদেশের ফিরোজাবাদ জেলায় একটি ৫ ফুট লম্বা কুমির একটি বাড়ির বাথরুমে ঢুকে গিয়েছিল। গ্রামবাসীরা দেখে একেবারে হতবাক হয়ে গিয়েছিলেন। এখন দেখুন দশ ফুট লম্বা সেই কুমিরের ভিডিও।
#Crocodile rescue from #Shivpuri Madhya Pradesh. @susantananda3 @arunbothra @anandmahindra #crocodile pic.twitter.com/pDJkIqbWNT
— Sandeep Seth (@sandipseth) August 6, 2020