whatsapp channel

Skin Care Tips: মাত্র কুড়ি মিনিটেই ত্বক হবে দুধের মতো ফর্সা, এইভাবে নিন যত্ন

মাত্র কুড়ি মিনিট যদি নিজেকে সময় দেন তাহলেই আপনার ত্বক হয়ে যাবে একেবারে দুধের মত ঝকঝকে পরিষ্কার। আর এই পরিষ্কার ত্বক পেতে আপনাকে একেবারেই বিউটি পার্লারে ছুটতে হবে না, বাড়িতে…

Shreya Chatterjee

Shreya Chatterjee

Advertisements
Advertisements

মাত্র কুড়ি মিনিট যদি নিজেকে সময় দেন তাহলেই আপনার ত্বক হয়ে যাবে একেবারে দুধের মত ঝকঝকে পরিষ্কার। আর এই পরিষ্কার ত্বক পেতে আপনাকে একেবারেই বিউটি পার্লারে ছুটতে হবে না, বাড়িতে থাকা কয়েকটা জিনিস দিয়েই আপনি সহজেই আপনার সুন্দর ত্বক করে ফেলতে পারেন। সামনে পুজো আসছে, পুজোর সময় যদি নিজেকে অনেক বেশি সুন্দর করতে চান তাহলে এই পাঁচটি টিপস ফলো করুন।

Advertisements

১) যে ফেসপ্যাক এর কথা বলবো সেটি কিন্তু সচরাচর শোনা যায় না, অর্থাৎ তেঁতুলের কাথ, কিছুটা নিতে হবে। সেটির মধ্যেই সামান্য পরিমাণে পাতিলেবুর রস আর চিনি মিশিয়ে ফেলুন। দেখবেন আবার খেয়ে ফেলবেন না, এটি অসাধারণ স্ক্রাবার হিসেবে কাজ করে পাতি লেবু আর তেঁতুলের মধ্যে থাকা অ্যাসিড, ত্বকের উপরে হওয়া কালো দাগ সহজে দূর করে দেবে।

Advertisements

২) এরপর যে ফেসপ্যাক এর কথাটি বলব সেটিও কিন্তু অসাধারণ, তার জন্য আপনাকে নিতে হবে অর্ধেকটা আলু, অর্ধেকটা পাতি লেবুর রস এবং অর্ধেকটা টমেটো তিনটেকে মিক্সির মধ্যে দিয়ে খুব ভালো করে পেস্ট বানিয়ে নিয়ে একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে এটি কিন্তু ফ্রিজের মধ্যে রেখে দিতে পারেন। কুড়ি মিনিট রেখে ঠান্ডা জলে ধুয়ে ফেলুন, দেখবেন আপনার গোটা মুখে, গোটা শরীরে হওয়া কালো দাগ খুব সহজে দূর হয়ে যাবে।

Advertisements

৩) আরেকটি ফেসপ্যাক এর কথা যেটা বলব সেটিও কিন্তু অসাধারণ। সেটা নিতে মাত্র দুটো জিনিস লাগবে, একটি হলো টক দই আর একটি হল চালের গুঁড়ো। দুটি উপকরণকে খুব ভালো করে মিশিয়ে কুড়ি মিনিট রেখে জলে ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত দুদিন ব্যবহার করুন।

Advertisements

Skin Care Tips: মাত্র কুড়ি মিনিটেই ত্বক হবে দুধের মতো ফর্সা, এইভাবে নিন যত্ন

৪) মাত্র কুড়ি মিনিটে আরো একটি জিনিস লাগাতে পারেন সেটি হল শসার রসের সঙ্গে গোলাপ জল। এই উপকরণকে খুব ভালো করে মিশিয়ে রেখে মিশ্রণটি যদি মুখে লাগিয়ে দিতে পারেন, তাহলে দেখবেন আপনার ত্বক ভীষণ ঝকঝকে পরিষ্কার হয়ে গেছে।

Skin Care Tips: মাত্র কুড়ি মিনিটেই ত্বক হবে দুধের মতো ফর্সা, এইভাবে নিন যত্ন

৫) আর যে উপকরণটির কথা না বললেই নয়, সেটি হল বরফ। আমরা অনেকেই জানিনা, বরফ আমাদের ত্বককে সুন্দর করতে সাহায্য করে কুড়ি মিনিট ধরে মুখে যদি বরফ ঘষতে পারেন, তাহলে কিন্তু আপনার মুখ অনেক বেশি পরিষ্কার এবং উজ্জ্বল হবে।

Skin Care Tips: মাত্র কুড়ি মিনিটেই ত্বক হবে দুধের মতো ফর্সা, এইভাবে নিন যত্ন

whatsapp logo
Advertisements
Shreya Chatterjee
Shreya Chatterjee

আমি শ্রেয়া চ্যাটার্জী। বর্তমানে Hoophaap-এর লেখিকা। লাইফস্টাইল এবং বিনোদনমূলক লেখা আপনাদের কাছে তুলে ধরি। অনলাইনের সুবাদে রান্নার রেসিপি, রূপচর্চা, কুকিং টিপস, বেড়ানোর জায়গার সন্ধান এগুলো যেমন জানা প্রয়োজন, ঠিক তেমনি মনোরঞ্জনের জন্য শর্টফিল্ম, সিরিজ এগুলোরও সমান গুরুত্ব। সমস্ত খবরকেই লেখার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। অনেক ধন্যবাদ সকলক