Hoop Life

Winter Skin Care Tips: শীতকালে ত্বক ফর্সা করার পাঁচটি টিপস

শীতকালে ত্বক হবে পরিষ্কর ঝকঝকে। এর জন্য সহজ পাঁচটি টিপস আপনাকে মনে রাখতে হবে। আর প্রতিদিন এই পাঁচটি টিপস পরপর ফলো করতে হবে, তবেই আপনার ত্বক সুন্দর হয়ে যাবে। এই পাঁচটি টিপস এর মধ্যে অনেকেই প্রতিদিন তিনটে করেই থাকেন, কিন্তু আরও দুটি যদি মাথায় রাখতে পারেন এবং প্রতিদিন করতে পারেন আর পরপর সাতদিন করলেই আপনি এর থেকে ভালো রেজাল্ট পাবেন।

জেনে নিন Hoophaap স্পেশাল অসাধারণ এই বিউটি টিপস্-

১) প্রথমে ত্বক ভালো করে পরিষ্কার করতে হবে। ত্বক পরিষ্কার করার জন্য দু চামচ বেসন, এর মধ্যে প্রয়োজন মতন কাঁচা দুধ দিতে হবে। এক্ষেত্রে কাঁচা দুধ আপনার ত্বককে পরিষ্কার করে উজ্জ্বল করবে এবং ত্বকের উপরে মরা কোষ দূর করে দেবে। এই মিশ্রণটি মুখে লাগিয়ে ১৫ মিনিট রেখে দিতে হবে। তারপর হালকা হাতে জল দিয়ে ভালো করে ম্যাসাজ করতে হবে। তারপর ধুয়ে ফেলতে হবে।

২) তারপরের ধাপ হলো স্টিমিং। একটি পাত্রের মধ্যে হালকা গরম জল নিয়ে তার মধ্যে তোয়ালে ডুবিয়ে শীতকালে মুখের উপরে রাখতে হবে। এই গরম ভাব ত্বকের জন্য ভীষণ ভালো।

৩) এর পরের ধাপ হলো স্ক্রাবিং। স্ক্রাবিং করার জন্য ভীষণ ভালো দু’চামচ বেসন ২, চামচ চালের গুঁড়া এবং দু’চামচ কফি পাউডার, দু চামচ টক দই ভালো করে মিশিয়ে নিন। এই মিশ্রণটি ত্বকের উপরে অনেকক্ষণ লাগিয়ে রেখে দিতে হবে। কিছু না হলেও কুড়ি মিনিট। এরপর হালকা করে কাঁচা দুধ দিয়ে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করতে হবে। তবে খুব বেশী ঘষাঘষি করা যাবে না।

৪) এরপরের ধাপ হলো ফেসপ্যাক। এর জন্য অসাধারন একটি ফেসপ্যাক আপনাকে বানাতে হবে। যার জন্য প্রয়োজন কাঁচা দুধ, বেসন, চন্দন পাউডার, নারকেল তেল ভালো করে মিশিয়ে নিন মিশ্রণটি মুখে লাগিয়ে ১৫ মিনিট রেখে দিতে হবে। এরপর ঠাণ্ডা জলে ধুয়ে নিতে হবে।

৫) এরপরে ত্বকের প্রয়োজন টোনিং এর জন্য ফ্রিজের মধ্যে গোলাপ জলকে ডিপ ফ্রিজের মধ্যে ভরে রেখে দিতে হবে। এরপরে ওই এক একটি গোলাপ জলের বরফ টুকরো নিয়ে নিতে হবে। তারপর গালের মধ্যে ভালো করে ঘষে ঘষে নিতে হবে এতে ত্বক ঠান্ডা হবে।

Related Articles