whatsapp channel

VIDEO: ‘মেক্সি পরা মাইয়া’ ডিজে গানের সঙ্গে দুর্দান্ত নাচলেন এক যুবতী, নাচ দেখে ঘাম ছুটল পুরুষদের

গোলাপি পোশাকে দুর্দান্ত নাচলেন এক যুবতী। নতুন প্রজন্মের কাছে সোশ্যাল মিডিয়া হল একটি হাতিয়ার। যার মাধ্যমে নানান রকম প্রতিভার সকলের কাছে তুলে ধরা যায়। যদিও পুরনো প্রজন্মের মানুষদের ধারণা এই…

Shreya Chatterjee

Shreya Chatterjee

Advertisements
Advertisements

গোলাপি পোশাকে দুর্দান্ত নাচলেন এক যুবতী। নতুন প্রজন্মের কাছে সোশ্যাল মিডিয়া হল একটি হাতিয়ার। যার মাধ্যমে নানান রকম প্রতিভার সকলের কাছে তুলে ধরা যায়। যদিও পুরনো প্রজন্মের মানুষদের ধারণা এই মুঠোফোনই হল নতুন প্রজন্মের উচ্ছন্নে কারণ, কিন্তু আপনি যদি একটু ভালোভাবে দেখেন, তাহলে মুঠোফোনের সাহায্যেও কিন্তু বাড়িতে বসে সৎ পথে রোজগার করা যায়। শুধু তাই নয়, প্রতিভাকেও প্রকাশ করতে পারেন, খুব সহজেই। বাড়ির গৃহবধুরা এই ভাবেই নিজেদের প্রতিভাকে প্রকাশ করতে সক্ষম হয়েছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে।

Advertisements

সোশ্যাল মিডিয়ায় কত কিছুই না ভাইরাল হয়, আগেকার দিনে এই ধরনের স্টেজ প্রোগ্রামগুলো যখন হতো, তার কিন্তু অনেক পরে মানুষের কাছে গিয়ে পৌঁছতো কোন টেলিভিশনের মাধ্যমে। কিন্তু বর্তমানে এই ধরনের অনুষ্ঠানগুলো সামনাসামনি দেখার পরেও কারো যদি ইচ্ছা হয়, বাড়িতে বসে একটু আয়েশ করে দেখবেন তাহলেও কিন্তু সহজে তা youtube এর মাধ্যমে দেখে নিতে পারেন। বর্তমানে অন্যান্য গানের সঙ্গে ও এই ধরনের হারিয়ানভি গানের কিন্তু বেশ চাহিদা আছে, সেই গানের তালে তালে নাচতে কিন্তু ওস্তাদ এইখানে নৃত্যশিল্পীরা।

Advertisements

সোশ্যাল মিডিয়ার নানা মাধ্যম যেমন ইনস্টাগ্রাম, ফেসবুক এবং youtube এর মাধ্যমে ভিডিওগুলো প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছে যায়, এর আগেও আমরা খেয়াল করেছি, রানাঘাটে রানু মণ্ডল, ‘বাদাম বাদাম’ গানে বিখ্যাত হওয়া। বাদাম কাকু প্রত্যেকেই কিন্তু এইভাবেই মানুষের মনের মধ্যে গেঁথে গিয়েছিলেন। আপনিও যদি চান আপনার প্রতিভাকে সকলের মধ্যে ছড়িয়ে দিতে, তাহলে কিন্তু সোশ্যাল মিডিয়াকে অবশ্যই ব্যবহার করতে পারেন। তাহলে আর আলাদা করে মানুষের কাছে পৌঁছানো নিয়ে চিন্তা করতে হবে না।

Advertisements

‘মেক্সি পড়া মাইয়া’ গানের সঙ্গে দুর্দান্ত নাচলেন এক যুবতী। গোলাপি রঙের পোশাক পরে তাকে দেখতে ভীষণ সুন্দর লাগছে। বাংলা গানের সঙ্গে যে এমন সুন্দর করে নাচা যায়, তা কিন্তু যুবতীর নাচের চলন বলে দিচ্ছে। অনেকেই হয়তো এই ধরনের নাচকে সস্তার নাচ বলে ব্যঙ্গ করতে পারেন, কিন্তু বর্তমানে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে সস্তার নাচ দেখার জন্য কিন্তু সোশ্যাল মিডিয়ায় প্রচুর মানুষ আছেন।

Advertisements

সারাদিন কষ্ট করার পরে মোবাইল খুলে তারা একটুখানি নিজেদেরকে যদি সময় দেন, তখনই কিন্তু তারা এই ধরনের নাচ দেখে মনোরঞ্জন করেন। ‘অপ্টিমাম ডান্স’ নামক ইউটিউব চ্যানেলের মাধ্যমে ভিডিওটি পৌঁছে গেছে হাজার হাজার মানুষের কাছে পর্যন্ত 3000 এরও বেশি মানুষ ভিডিওটি দেখে ফেলেছেন। কমেন্ট বক্সে প্রশংসা করে অনেকে নানান রকম কমেন্ট করেছেন। অনেকে আবার উত্তেজক কমেন্টও করেছেন, ইচ্ছা করলে আপনিও ভিডিওটি দেখে কমেন্ট করতে পারেন।

whatsapp logo
Advertisements
Shreya Chatterjee

আমি শ্রেয়া চ্যাটার্জী। বর্তমানে Hoophaap-এর লেখিকা। লাইফস্টাইল এবং বিনোদনমূলক লেখা আপনাদের কাছে তুলে ধরি। অনলাইনের সুবাদে রান্নার রেসিপি, রূপচর্চা, কুকিং টিপস, বেড়ানোর জায়গার সন্ধান এগুলো যেমন জানা প্রয়োজন, ঠিক তেমনি মনোরঞ্জনের জন্য শর্টফিল্ম, সিরিজ এগুলোরও সমান গুরুত্ব। সমস্ত খবরকেই লেখার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। অনেক ধন্যবাদ সকলক