Kheyali Mondal: লক্ষ্য হলিউড! মার্ভেল সিনেমায় অভিনয়ের সুযোগ পেতে চান ‘আলতা ফড়িং’
টিআরপির দৌড়ে স্টার জলসা এখন জি বাংলার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। অতিসম্প্রতি শুরু হওয়া ‘আলতা ফড়িং’ ধারাবাহিক তৃতীয় স্থানে উঠে এসেছে ইতিমধ্যে। মুখ্য অভিনেত্রী খেয়ালি মন্ডল-এর জয়যাত্রা শুরু হয়েছিল কালার্স-এরই ডান্স রিয়ালিটি শো এর রানার আপ হয়ে। এরপর ‘মৌ-এর বাড়ি’ ধারাবাহিকের পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন। চম্পাহাটির কুস্তিরা গ্রামের মেয়ে তিনি। জিমন্যাস্ট হয়েও বেশ জশ-খ্যাতি অর্জন করেছেন। তাঁর কথায়, “আরও কাজ করার সাথে সাথে দর্শকের কাছের মানুষ হয়ে উঠতে চাই।”
সম্প্রতি একটি সাক্ষাৎকারে মন খুলে কথা বলেছেন খেয়ালি।
১) ‘জিমন্যাস্ট হয়ে মুখ্য চরিত্রে কাজ করার সুযোগ কিভাবে আসলো?’
– “ছোট থেকেই নাচ জিমন্যাস্টিক বেশ ভালোই পারি। ব্যালের জন্য ট্রেনিং নিলেও পরে নিজের চেষ্টাতেই এগিয়েছি।” হিপহপের ক্ষেত্রেও তাঁর জুড়ি মেলা ভার। কালার্স-এর ‘মৌ-এর বাড়ি’তে অভিনব অভিনয় করে আজ তিনি এত ভালো জায়গায় কাজ করার সুযোগ পেয়েছেন।
২) ‘পড়াশোনার পাশাপাশি কেমন ভাবে সামলাচ্ছেন শ্যুটিং?’
– ” দিনশেষে মনের মত কাজ করতে পারলে কষ্ট কিসের!”
পড়াশোনাও করছেন, শুটিংও করছেন। মনের মত চরিত্র পেয়েছেন মাত্র সাত দিনের মধ্যে অডিশন হয়ে। দুটো সামলাতে একটু তড়িঘড়ি চলছে বটে।নাচে তাঁর প্যাশন তবে গাইতেও পারেন, আঁকতেও খুব ভালোবাসেন, এক্সটেম্পোতে স্টেট চ্যাম্পিয়ানও হয়েছেন খেয়ালি।
৩) ‘মার্ভেল না ডিসি কোনটা পছন্দের?’
– “অবশ্যই মার্ভেল। অভিনয়ের সুযোগ পেলে নিজেকে প্রস্তুত করতে চাই। কোরিয়ান সিরিজও বেশ ভালো লাগে। সুযোগ পেলে সাউথ কোরিয়া ঘুরে আসব।” এছাড়াও তিনি জানান, বর্তমানের ধারাবাহিকগুলির নায়িকাদের মধ্যে ‘এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিকের ঊর্মি ওরফে অন্বেষা তাঁর খুব পছন্দের। সুযোগ পেলে দেখাও করে নেবেন।