অকালেই প্রয়াত টেলিপাড়ার জনপ্রিয় ভিলেন, না ফেরার দেশে ‘রাণী রাসমণি’ খ্যাত কিংশুক
খারাপ খবর দিয়েই শেষ হচ্ছে বছরটা। প্রয়াত টেলি পাড়ার পরিচিত মুখ কিংশুক গঙ্গোপাধ্যায় (Kingshuk Ganguly)। ২২ ডিসেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরেই ক্যানসারে আক্রান্ত ছিলেন অভিনেতা। টানা লড়াই চলছিল মারণ রোগকে হারিয়ে জীবন যুদ্ধ জিতে নেওয়ার। কিন্তু শেষমেষ জিৎটা ক্যানসারেরই হল। তাঁর মৃত্যুতে শোকাহত স্টুডিও পাড়া।
বহুদিন ধরেই অভিনয় জগতে রয়েছেন কিংশুক। প্রায় আড়াই দশক ধরে ইন্ডাস্ট্রির সদস্য ছিলেন তিনি। অভিনয়ের পাশাপাশি করেছেন পরিচালনাও। কাজ করেছেন অজস্র সিরিয়াল এবং টেলিফিল্মে। নেতিবাচক চরিত্র নিজের অভিনয় দিয়ে খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলতেন তিনি। ‘করুণাময়ী রাণী রাসমণি’ সিরিয়ালে তাঁর অভিনীত গোপাল সাঁতরা চরিত্রটি আজো দর্শকদের অনেকেই মনে রেখেছেন। এছাড়া দেবী চৌধুরাণী, গুড্ডি, উমার সংসার, খেলনা বাড়ির মতো সিরিয়ালে দেখা গিয়েছিল কিংশুককে।
কিছুদিন আগেই ফের ক্যামেরার সামনে ফিরেছিলেন কিংশুক। স্টার জলসায় ‘রামপ্রসাদ’ সিরিয়ালে অভিনয় শুরু করেছিলেন তিনি। সেই খবর সোশ্যাল মিডিয়ায় দিয়ে তিনি লিখেছিলেন, ‘দীর্ঘ প্রায় ৮/ ৯ মাস পরে যেন ঘরে ফেরা। বহু মানুষ যেমন আমার বিপদে আমার আগলে রেখে আমার মনের সাহস বাড়িয়েছে প্রতিদিন। কিছু মানুষ আবার ভেবেও নিয়েছিলো আমি হয়তো ফুরিয়ে গেছি। সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে ফিরলাম আবার কাজে নতুন উদ্দামে।’
অভিনেতার মৃত্যু সংবাদ প্রথম শেয়ার করেন অভিনেত্রী কাঞ্চনা মৈত্র। শোকপ্রকাশ করে তিনি লিখেছেন, ‘নিজের স্বপ্ন নিয়ে লড়াই করার মতো আরো একজন মানুষ চলে গেল। যেখানেই থেকো ভালো থেকো। আমি বিশ্বাস করি তাই বললাম তোমার পরের সফর তোমার সব স্বপ্ন পূরণ হোক। শান্তিতে ঘুমাও বলব না, সফর ভালো হোক’। অভিনেতা হৃতজিৎও শোকপ্রকাশ করেছেন কিংশুকের অকাল প্রয়াণে। তিনি লিখেছেন, ‘ভালো থেকো দাদা। একসঙ্গে অনেক দিন কাজ করার অভিজ্ঞতা, আমার টেলিভিশনে অন্যতম হিট প্রোজেক্ট আমার দুর্গা সিরিয়ালে। তোমার আত্মার শান্তি কামনা করি’।