Hoop News

Holiday: গরমের ছুটির পরও টানা ৩ দিন বন্ধ স্কুল-কলেজ-অফিস, ফের লম্বা ছুটির ঘোষণা হল রাজ্যে

লোকসভা নির্বাচনের (Loksabha Election) পরেই একের পর এক লাভ হয়ে চলেছে সরকারি কর্মচারীদের। গত ৪ ঠা জুন প্রকাশিত হয়েছে নির্বাচনী ফলাফল। কেন্দ্রে একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় জোট সঙ্গীদের নিয়ে সরকার গঠন করেছে বিজেপি। অন্যদিকে বাংলায় দেখা গিয়েছে সবুজ ঝড়। ভোট মেটার পরেই একাধিক ভাবে লাভবান হয়েছেন সরকারি কর্মচারীরা।

জানা যাচ্ছে, সরকারি কর্মচারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইতিমধ্যেই মহার্ঘ ভাতা ঢুকতে শুরু করে দিয়েছে। বর্তমানে ১৪ শতাংশ হারে ডিএ পাচ্ছেন রাজ্য সরকারি কর্মচারীরা। গত জানুয়ারি মাস থেকে কার্যকর হয়েছে এই মহার্ঘ ভাতা। বর্তমানে বর্ধিত হারে ডিএ পাচ্ছেন রাজ্যের সরকারি কর্মীরা। পাশাপাশি জুলাই মাস থেকে ফের ইনক্রিমেন্ট হতে পারে বলে জানা যাচ্ছে। এর মাঝেই ছুটি সংক্রান্ত বড় ঘোষণা করা হল সরকারের তরফে।

এমনিতেই গত এপ্রিল মাস থেকে ৯ ই জুন পর্যন্ত একটানা ছুটি থেকেছে রাজ্যের সরকারি স্কুলগুলিতে। ১০ ই জুন থেকে ছাত্রছাত্রীদের জন্য স্কুল খুলেছে, সঙ্গে শুরু হয়েছে পঠনপাঠন। এর মাঝেই ফের ছুটির ঘোষণা করা হয়েছে সরকারের তরফে। পরপর তিন দিন বন্ধ থাকছে রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান এবং এবং সরকারি অফিসগুলি। জুন মাসে ১০ তারিখের পর থেকেই তিন দিনের ছুটি থাকছে রাজ্যে।

জুন মাসের ১৭ তারিখ রয়েছে বকরি ইদ। জাতীয় ছুটি উপলক্ষে সপ্তাহের প্রথম দিনেই সমস্ত স্কুল কলেজ এবং সরকারি অফিসগুলি বন্ধ থাকবে রাজ্য সহ গোটা দেশে। রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা পাবেন বকরি ইদের ছুটি। এদিকে তার আগে দুদিন ১৫ এবং ১৬ জুন শনি এবং রবিবার সপ্তাহান্তের ছুটি থাকায় টানা তিন দিনের ছুটি পেয়ে যাবেন পড়ুয়া এবং চাকরিজীবীরা। তাই কেউ যদি লম্বা উইকেন্ডের ছুটিতে ঘুরতে যেতে চান তাও যেতে পারেন।

Related Articles