whatsapp channel

Ajay Devgan: অভিনয় করতে গিয়ে পাগল হতে পারবনা: অজয় দেবগণ

অজয় দেবগণ (Ajay Devgan) কয়েক দশক কাটিয়ে ফেললেন অভিনয় জগতে। ফিল্মের গন্ডী ছাড়িয়ে ওটিটি-তেও এবার নিজের রাজপাট বিস্তার করতে চলেছেন অজয়। খুব শীঘ্রই ডিজনি প্লাস হটস্টারে রিলিজ করতে চলেছে ‘রূদ্র: দি এজ অফ ডার্কনেস’। সম্প্রতি মুক্তি পেয়েছে তার ট্রেলার। ট্রেলার ভাইরাল হওয়ার পাশাপাশি অজয় ব্যস্ত ওয়েব সিরিজের প্রোমোশনে। এদিন মুম্বইয়ে ‘রূদ্র: দি এজ অফ ডার্কনেস’ গ্র্যান্ড ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে নিজের অভিনয় নিয়ে বক্তব্য রাখলেন অজয়।

Avatar

HoopHaap Digital Media

অজয় দেবগণ (Ajay Devgan) কয়েক দশক কাটিয়ে ফেললেন অভিনয় জগতে। ফিল্মের গন্ডী ছাড়িয়ে ওটিটি-তেও এবার নিজের রাজপাট বিস্তার করতে চলেছেন অজয়। খুব শীঘ্রই ডিজনি প্লাস হটস্টারে রিলিজ করতে চলেছে ‘রূদ্র: দি এজ অফ ডার্কনেস’। সম্প্রতি মুক্তি পেয়েছে তার ট্রেলার। ট্রেলার ভাইরাল হওয়ার পাশাপাশি অজয় ব্যস্ত ওয়েব সিরিজের প্রোমোশনে। এদিন মুম্বইয়ে ‘রূদ্র: দি এজ অফ ডার্কনেস’ গ্র্যান্ড ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে নিজের অভিনয় নিয়ে বক্তব্য রাখলেন অজয়।

অজয়ের মতে, খুব সহজ কাজ নয় একটি চরিত্র ফুটিয়ে তোলা। কিন্তু তিনি মনে করেন না, একটি চরিত্রে অভিনয় করতে গিয়ে ছয় মাস ধরে ওই চরিত্রের মধ্যে ঢুকে গিয়ে পাগলের মতো ঘুরতে হবে। কারণ এর ফলে অভিনেতার মানসিক সমস্যা দেখা দিতে পারে। এদিন অজয় মুখ খোলেন দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির রমরমা নিয়েও। তিনি বলেন, দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি এই মুহূর্তে বলিউডের তুলনায় অনেক ভালো কাজ করছে। কন্টেন্ট ভালো হওয়ার কারণে বক্স অফিসে রেকর্ড তৈরি হচ্ছে। তবে অজয়ের মতে, কোনো ভাষা বা ইন্ডাস্ট্রির সীমারেখা না তৈরি করে একটি ভালো ফিল্মের প্রয়োজনীয়তা সম্পর্কে কথা বলা উচিত।

 

View this post on Instagram

 

A post shared by Pinkvilla (@pinkvilla)

অজয় জানান, মাত্র পাঁচ মাস হল প্রেক্ষাগৃহগুলি দর্শকদের জন্য খুলে দেওয়া হয়েছে। ফলে এই মুহূর্তে ভালো ফিল্ম রিলিজ করলে তা ভাষার সীমারেখা অতিক্রম করে সফলতা পাবে বলে মনে করেন তিনি। এই প্রসঙ্গে, বলিউডের সাম্প্রতিক হিট ‘সূর্যবংশী’-র উদাহরণ দেন অজয়। ‘সূর্যবংশী’ বক্স অফিসে অত্যন্ত সফল হয়েছিল।

তবে ‘রূদ্র: দি এজ অফ ডার্কনেস’ নিয়েও আশাবাদী অজয়। এই ওয়েব সিরিজটি প্রযোজনা করেছে অ্যাপ্লজ এন্টারটেইনমেন্ট। অজয় ছাড়াও এই ওয়েব সিরিজে অভিনয় করেছেন রাশি খান্না (Rashi Khanna), এষা দেওল (Esha Deol), অতুল কুলকার্নি (Atul Kulkarni), তরুণ গেহলট (Tarun Gehlot), আশীষ বিদ্যার্থী (Ashish Vidyarthi), সত্যজিৎ মিশ্র (Satyadip Mishra) প্রমুখ।

 

View this post on Instagram

 

A post shared by Ajay Devgn (@ajaydevgn)

whatsapp logo
Avatar
HoopHaap Digital Media