করোনায় মৃত্যু হল মারাঠী ও হিন্দি ছবির একসময়কার বিখ্যাত অভিনেত্রী আশালতা ওয়াবগাঁওকর। করোনা সংক্রমণ পাওয়া গেলে সাতারার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। গত মঙ্গলবার পৌনে পাঁচটা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই স্বনামধন্য অভিনেত্রী। বয়স হয়েছিল ৮৩।
আশালতা দেবীর পরিবার সূত্রে খবর, মারাঠী ধারাবাহিক ‘আই কলুবাঈ’এর শুটিং এর কাজে তিনি সাতারার যান। সেখানেই করোনার লক্ষণ মিললে তাঁর টেস্ট করানো হয়। শ্বাস নিতে সমস্যা হওয়ায় ওই হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছিল অভিনেত্রীকে।
উল্লেখ্য, হিন্দি ও মারাঠী মিলিয়ে ১০০ এর বেশি ছবি করেছেন আশালতা। বলিউডে বাসু চ্যাটার্জির ‘আপনে পরায়’ ছবি দিয়ে গোড়াপত্তন করেন তিনি। এই ছবিতে অভিনয়ের জন্য বেঙ্গল ক্রিটিক এওয়ার্ড ও সেরা সহ অভিনেতার শিরোপা পান তিনি। বিখ্যাত জঞ্জির ছবিতে অমিতাভ বচ্চনের সৎ মায়ের ভুমিকাতেও দেখা গিয়েছিল তাঁকে।