Hoop PlusTollywood

Ankush Hazra: ‘মহানায়ক’ সম্মানে ভূষিত হলেন অভিনেতা অঙ্কুশ

অঙ্কুশ হাজরা (Ankush Hazra) দীর্ঘদিন ধরেই লড়াই করেছেন টলিউডে পায়ের নিচের মাটি শক্ত করতে। হিট-ফ্লপের চড়াই-উতরাই পেরিয়ে ধীরে ধীরে সফল হয়েছেন তিনি। শুধুমাত্র অভিনয়েই তিনি নিজেকে সীমাবদ্ধ রাখেননি, অঙ্কুশ তৈরি করেছেন নিজস্ব প্রযোজনা সংস্থা। আপোষহীন অঙ্কুশ বিরোধিতা করেছেন সাম্প্রতিক প্রোজেক্ট ‘মির্জা’-র ক্ষেত্রে। 24 শে জুলাই, সোমবার পশ্চিমবঙ্গ সরকারের তরফে ‘মহানায়ক’ সম্মানে ভূষিত করা হল অঙ্কুশকে।

এদিন সন্ধ্যায় পশ্চিমবঙ্গ সরকারের তরফে আয়োজিত ‘মহানায়ক’ সম্মানের মঞ্চে রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)-র হাত থেকে ‘মহানায়ক’ সম্মানের ট্রফি গ্রহণ করলেন অঙ্কুশ। মুখ্যমন্ত্রী তাঁকে সম্মানিত করলেন উত্তরীয় পরিয়ে। অঙ্কুশের পরনে ছিল গাঢ় নীল রঙের থ্রি-পিস স্যুট। মঞ্চে উপস্থিত ছিলেন আরও এক অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya)। 2010 সালে বাংলা ফিল্ম ‘কেল্লাফতে’-এর মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেছিলেন অঙ্কুশ। এরপর ‘কানামাছি’ ও ‘আমি শুধু চেয়েছি তোমায়’-এর মাধ্যমে সকলের নজর কেড়ে নেন তিনি। সাম্প্রতিক কালে ‘আবার বিবাহ অভিযান’-এও দেখা গিয়েছে অঙ্কুশকে। চমক দিয়েছিলেন দেব (Dev) ও রুক্মিণী মৈত্র (Rukmini Maitra) অভিনীত ফিল্ম ‘কিশমিশ’-এ ক্যামিও করে।

2022 সালের পনেরই অগস্ট অঙ্কুশ অফিশিয়ালি নিজের প্রযোজনা সংস্থা ‘অঙ্কুশ হাজরা মোশন পিকচার্স’-এর ঘোষণা করেন। তাঁর প্রযোজনায় তৈরি প্রথম ফিল্ম ‘মির্জা’-র ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দেওয়ার ফলে এই প্রোজেক্ট নিয়ে অঙ্কুশ অতিরিক্ত মাথা ঘামাতে নারাজ। তিনি ‘মির্জা’-য় অভিনয় করলেও পরবর্তীকালে সহ-নির্মাতাদের সাথে আর কাজ করবেন না বলে জানিয়েছেন।

চলতি বছর ওটিটিতে পা রেখেছেন অঙ্কুশ। নির্ঝর মিত্র (Nirjhar Mitra) পরিচালিত ওয়েব সিরিজ ‘শিকারপুর’-এর মাধ্যমে ওটিটি ডেবিউ করেছেন তিনি। এই ওয়েব সিরিজটি স্ট্রিম হয়েছে জি ফাইভে। এছাড়াও কয়েক মাস আগে অঙ্কুশ ও ঐন্দ্রিলা সেন (Oindrila Sen) অভিনীত ফিল্ম ‘লাভ ম্যারেজ’ মুক্তি পেয়েছে যার বক্স অফিস রেকর্ড যথেষ্ট ভালো। ‘মহানায়ক’ সম্মানে ভূষিত অঙ্কুশকে ‘হুপহাপ’ (HOOPHAAP)-এর তরফ থেকে অনেক শুভেচ্ছা।

Related Articles