Bengali SerialHoop Plus

Annwesha Hazra: নতুন নায়কের সাথে কাজ করতে ভালো লাগছে: অন্বেষা

‘এই পথ যদি না শেষ হয়’ -এর মাধ্যমে উর্মি নামেই দর্শকদের কাছে একপ্রকার পরিচিত হয়েছিলেন অন্বেষা হাজরা (Anwesha Hazra)। সাম্প্রতিক কালে মৈনাক ভৌমিক (Mainak Bhowmik) পরিচালিত ফিল্ম ‘চিনি 2’-এ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অন্বেষা। তবে স্টার জলসার নতুন ধারাবাহিক ‘সন্ধ্যাতারা’-র মাধ্যমে আবারও ছোট পর্দায় কামব্যাক করছেন তিনি। দুই বোনের কাহিনী নিয়ে তৈরি ‘সন্ধ্যাতারা’। এক বোন গ্রামে থেকে মায়ের কাজে সাহায্য করে। অন্য বোন পড়াশোনা করে শহরের কলেজে। কিন্তু তাদের ভালো লেগে যায় একজন পুরুষকে। প্রোমোর ক্যাপশন থেকে ইতিমধ্যেই দর্শকদের একাংশ জেনে গিয়েছেন, দুই বোনের আত্মত্যাগের কথা। আরেকটি প্রোমোয় দেখা যাচ্ছে, বরবেশে ছাদনাতলায় দাঁড়িয়ে রয়েছে নায়ক। পানপাতায় আবৃত মুখে তার দিকে এগিয়ে আসছে কনে। কিন্তু কনের পরিচয়ের উপর থেকে ওঠেনি পর্দা।

তবে অন্বেষা আবারও ‘সন্ধ্যাতারা’-য় জুটি বাঁধতে চলেছেন নতুন নায়কের সাথে। তাঁর বিপরীতে অভিনয় করছেন সৌরজিৎ বন্দ্যোপাধ্যায় (Sourajit Banerjee)। অন্বেষা জানালেন, এর আগে ‘এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিকে ঋত্বিক (Writwick Mukherjee) ছিলেন তাঁর বিপরীতে নতুন নায়ক। তবে অন্বেষার মতে, সকলকেই কোথাও না কোথাও থেকে যাত্রাটা শুরু করতেই হয়। তিনি কয়েক বছর আগে কেরিয়ার শুরু করলেও ঋত্বিক ও সৌরজিৎ কয়েক বছর পর অভিনয়ে এসেছেন, এটুকুই যা পার্থক্য বলে মনে করেন অন্বেষা।

সৌরজিতের প্রশংসা করে অন্বেষা বললেন, ভালোই লাগছে তাঁর সাথে কাজ করতে। ‘সন্ধ্যাতারা’-র দ্বিতীয় নায়িকা অমৃতা দেব (Amrita Dev) এর আগে ‘মন ফাগুন’ ধারাবাহিকে পিহু ওরফে সৃজলা গুহ (Srijla Guha)-র বোনের চরিত্রে অভিনয় করেছেন। গ্রামের প্রেক্ষাপটে তৈরি ‘সন্ধ্যাতারা’ সম্পর্কে অন্বেষার মত, দর্শকের কাছে এই ধারাবাহিক হতে চলেছে অন্য স্বাদের।

‘সন্ধ্যাতারা’ একঘেয়ে হবে না বলে জানালেন অন্বেষা। আগামী 12 ই জুন থেকে সোমবার থেকে রবিবার সন্ধ্যা সাড়ে সাতটায় স্টার জলসায় সম্প্রচারিত হবে ‘সন্ধ্যাতারা’।

 

View this post on Instagram

 

A post shared by Star Jalsha (@starjalsha)

whatsapp logo