Hoop PlusRegional

Kishor Das: ব্লাড ক্যান্সারে মাত্র ৩০-এই প্রান হারালেন জনপ্রিয় অভিনেতা

বিগত কয়েক বছর ধরে তরতাজা প্রাণগুলি একের পর এক ঝরে পড়ছে। সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Rajput)-এর মৃত্যু জুড়ে এখনও রয়েছে রহস্য। চলতি বছরে ঘটে গিয়েছে পরপর কয়েকজন অভিনেত্রীর আত্মহত্যার ঘটনা। মেদ ঝরানোর জন্য প্লাস্টিক সার্জারির ফলে প্রাণ হারিয়েছেন অভিনেত্রী চেতনা রাজ (Chetna Raj)। সম্প্রতি অসমীয়া ইন্ডাস্ট্রিতে ঘনালো দুঃখের কালো মেঘ। ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে অকালে প্রয়াত হলেন তরুণ অভিনেতা কিশোর দাস (Kishor Das)।

সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত জনপ্রিয় কিশোরের মৃত্যুসংবাদে তাঁর অনুরাগীদের উপর নেমে এসেছে শোকের ছায়া। ইন্সটাগ্রামে যথেষ্ট সক্রিয় কিশোরের ফলোয়ারের সংখ্যা প্রায় দুই লক্ষের কাছাকাছি। শরীরে ব্লাড ক্যান্সারের মতো মারণ রোগ বাসা বেঁধেছিল। কিন্তু হার মানতে চাননি কিশোর। ব্লাড ক্যান্সারের সাথে লড়াই করে সুস্থ হয়ে অভিনয়ে ফিরতে চেয়েছিলেন তিনি। কিন্তু সম্প্রতি কিশোর করোনায় আক্রান্ত হন। এরপরেই ক্যান্সার দ্রুত তাঁর শরীরে ছড়াতে থাকে।

আসামের হাসপাতালে বেশ কিছুদিন চিকিৎসার পর তাঁকে মুম্বইয়ের টাটা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর সেখান থেকে কিশোরকে চেন্নাইয়ে স্থানান্তরিত করা হয়েছিল। শনিবার চেন্নাই-এর হাসপাতালে মাত্র ত্রিশ বছর বয়সে প্রয়াত হয়েছেন কিশোর। ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করলেও কিশোর বরাবর চেয়েছিলেন অভিনেতা হতে।

‘বৃন্দাবন’, ‘প্রেম বন্ধকী’, ‘দাদা তুমি দুষ্টু বড়’ সহ একাধিক ফিল্মে অভিনয়ের মাধ্যমে অসমীয়া ফিল্ম ইন্ডাস্ট্রিতে যথেষ্ট প্রশংসিত হয়েছিলেন কিশোর। হয়ে উঠেছিলেন তারকা। ছোট পর্দায় ‘বিধাতা ও বন্ধু’ সিরিয়ালে অভিনয় করে নজর কেড়েছিলেন কিশোর। কাজ করেছেন সাড়ে তিনশোটির বেশি মিউজিক ভিডিওতে। তাঁর মৃত্যুতে এক উজ্জ্বল তারকাকে হারাল অসমীয়া বিনোদন জগত।

whatsapp logo