বদলে যাচ্ছে সূর্যের অবস্থান, বিশেষ যোগের চরম প্রভাব পড়বে এই রাশির জাতকদের জীবনে
শারদীয়ার পর বাঙালির ঘরে আসে একাধিক উৎসব। তার মধ্যে অন্যতম হল কালীপুজো এবং দীপাবলি। আলোর উৎসব হপ দীপাবলি। তবে তার পরেই আসে বাঙালির আরেক ঘরোয়া উৎসব। আর সেটি হল ভাইফোঁটা। ভাই ও বোনের মধ্যে সম্পর্কের ঘনিষ্ঠতা আরও বাড়িয়ে নিতে এই বিশেষ আয়োজন পালিত হয়। ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে জমের দুয়ারে কাঁটা ফেলার এই প্রথা শতাব্দী প্রাচীন। আজো একই রীতিনীতি মেনে এই উৎসব হয়ে আসছে বাংলার ঘরে ঘরে।
সাধারণত কার্তিকের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে ভাইফোঁটা পালিত হয়। তবে ২০২৩ ভাইফোঁটা হবে ১৫ নভেম্বর, বুধবার। আর এই কারণেই এই বিশেষ দিনে রয়েছে এক বিশেষ যোগ। এই কারণেই এই বিশেষ তিথিতে ভাগ্য বদলের সম্ভাবনা রয়েছে একাধিক রাশির জাতকদের। জ্যোতিষীদের মতে, আগামী ১৫ নভেম্বর ভাইফোঁটার দিন, সূর্য বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে দুপুর ১:২০ থেকে। ঠিক এই কারণেই এর শুভ প্রভাব পড়বে বেশ কয়েকটি রাশির জাতক-জাতিকাদের উপর। একনজরে দেখে নিন সেইসব রাশির বিষয়ে।
● তুলা রাশি: আগামী ভাইফোঁটার দিন এই বিশেষ যোগের সবথেকে শুভ প্রভাব পড়বে তুলা রাশির জাতকদের উপর। কারণ বর্তমানে এই রাশিতে কেতুর অবস্থান। তাই এর প্রভাব শুভ হবে না এই বিশেষ দিনে। এই যোগের কারণে তুলা রাশির জাতকরা অনেক সমস্যার সম্মুখীন হবেন। তবে কিছুদিন পর থেকে তাদের সমস্যা দূর হবে।
● বৃশ্চিক রাশি: যেহেতু ভাইফোঁটার দিন দ্বিতীয়া, সেই কারণে সূর্য বৃশ্চিক রাশিতে প্রবেশ করছে এই দিন। তাই এই বিশেষ যোগের শুভ প্রভাব পড়বে বৃশ্চিক-সহ বৃষ রাশি, কর্কট রাশি ও সিংহ রাশির জাতকদের উন্নতি হবে। জ্যোতিষীদের মতে তাদের সুখ-সমৃদ্ধি বাড়বে। এছাড়াও আর্থিক ভাবে লাভবান হবেন তারা এবং তাদের অনেক আটকে থেকে কাজ সম্পূর্ণ হবে।
● মকর এবং কুম্ভ রাশি: এই বিশেষ যোগের কারণে খারাপ প্রভাব পড়বে আরো দুটি রাশির জাতকদের জীবনের উপর। জ্যোতিশশাস্ত্র বিশেষজ্ঞদের মতে, এই দিনের পর থেকে অনেক কঠিক সমস্যার সম্মুখীন হতে পারেন এই রাশির জাতকরা।
Disclaimer: প্রতিবেদনটি তথ্যের ভিত্তিতে লেখা হয়েছে। বাস্তব জীবনের সঙ্গে এই প্রতিবেদনের মিল নাও হতে পারে।