whatsapp channel

ভারতীয় বলেই এমন অপমান! অস্কারে প্রিয়াঙ্কার যোগ্যতা নিয়ে প্রশ্ন অস্ট্রেলিয়ান সাংবাদিকের

নিক-প্রিয়াঙ্কা বলেন- তাঁরা অস্কার নমিনেশন ঘোষণা করছে, এবং অনুরাগীরা যেন তাঁদের লাইভ অনুষ্ঠান দেখতে না ভোলেন। সাধারণ মানুষ নতুন কিছু করলে দর্শকদের এভাবেই আমন্ত্রণ জানান। ঠিক তেমন করেই নিক ও…

Avatar

HoopHaap Digital Media

নিক-প্রিয়াঙ্কা বলেন- তাঁরা অস্কার নমিনেশন ঘোষণা করছে, এবং অনুরাগীরা যেন তাঁদের লাইভ অনুষ্ঠান দেখতে না ভোলেন। সাধারণ মানুষ নতুন কিছু করলে দর্শকদের এভাবেই আমন্ত্রণ জানান। ঠিক তেমন করেই নিক ও প্রিয়াঙ্কা জানান যে তারা অস্কার নমিনেশন ঘোষণা করছেন। এবং এই মর্মে একটি ভিডিও শেয়ার করে প্রিয়াঙ্কা লেখেন, ‘অ্যাকাডেমি, আপনাদের অনুরোধ জানাচ্ছি, আমি কী কোনওভাবে এটা অস্কার নমিনেশন ঘোষণা করতে পারব? না মজা করছি, আমি তোমায় ভালোবাসি নিক জোনাস! আমরা সত্যি খুব এক্সাইটেড সোমবার, ১৫ মার্চ অস্কার নমিনেশন ঘোষণা করতে! ‘

সব ঠিকঠাক, ইতিমধ্যে প্রিয়াঙ্কার দ্য হোয়াইট টাইগার অস্কারের জন্য সিলেক্ট হয়েছে। পাশাপাশি সঞ্চালনা। ঠিক এরই মধ্যে প্রিয়াঙ্কা, নিকের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন অস্ট্রেলীয় সাংবাদিক, কিন্তু কেন?

যেই সাংবাদিক প্রশ্ন রাখেন তার নাম পিটার এবং তিনি নিজেকে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের বড় সাংবাদিক বলে দাবি করেন। এই সাংবাদিক টুইটারেে লেখেন, ‘কোনও রকম অশ্রদ্ধা না করেই বলছি, আমি জানি না এই দু’জনের ছবির জগতে কি অবদান রয়েছে, যে যোগ্যতার ভিত্তিতে অস্কার নমিনেশনের মতো বড় ঘোষণা করার দায়িত্ব তাঁদের দেওয়া হয়েছে।’

দেশি গার্ল চুপ করে থাকার মেয়ে নন, তিনিও শ্রদ্ধাপূর্ণ ভাবে লেখেন, ‘তোমার ভাবনার কদর করেই বলছি, একজন মানুষের কী যোগ্যতা থাকা দরকার। তোমার বিচক্ষণ বিবেচনার জন্য, আমার ৬০টির বেশি ছবির তালিকা থাকল’। এই ঘটনার পরেই অবশ্য সেই সাংবাদিক নিজের টুইটার অ্যাকাউন্ট প্রাইভেট করে দিয়েছেন। প্রিয়াঙ্কার এমন চমৎকার জবাবে খুশি তার অনুরাগীরা।

whatsapp logo
Avatar
HoopHaap Digital Media