Bank Holidays: সেপ্টেম্বর মাসে ১৬ দিন বন্ধ থাকবে সমস্ত ব্যাঙ্ক, দেখে নিন ছুটির তালিকা
আর একটা মাস পরেই শারদীয়ার আনন্দে উদ্বেলিত হয়ে উঠবে আপামর বাঙালি। কারণ অক্টোবর মাসেই মা আসছেন বাংলার ঘরে ঘরে। আসছে দুর্গাপূজা। আর বছরের এই একটি বিশেষ উৎসবকে কেন্দ্র ককরে সাজোসাজা রব ওঠে গোটা রাজ্যে। মণ্ডপ থেকে ঘরবাড়ি, সবই সেজে ওঠে আলোয়। পাশাপাশি নতুন জামাকাপড় কেনার রীতিও রয়েছে কমবেশি সকলের মধ্যেই। তাই পুজো এলেই যে একের পর এক কাজ বেড়ে যায় আমাদের সকলের, তাতে কোনো সন্দেহই নেই।
আর এই পুজোর প্রস্তুতি কিন্তু শুরু হয় অনেকদিন আগে থেকেই। মাসছয়েক আগেই শুরু হয়ে যায় বড়সড় সব মণ্ডপ তৈরির কাজ। এছাড়াও পুজোর আগে ভিড় জমে বাজারে। বিশেষ করে জামাকাপড় ও বাড়ির নানা সরঞ্জামের দোকানে ভিড় জমান ক্রেতারা। আর এই বাজার করার আগে হাতে দরকার টাকাপয়সার। তাই পুজোর আগের মাসে ব্যাঙ্কে টাকা তোলা সহ অনেক গুরুত্বপূর্ণ কাজ করেন অনেকেই। কিন্তু এক্ষেত্রে মনে রাখা দরকার যে সেপ্টেম্বর মাসে কিন্তু সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকতে চলেছে ১৬ দিন। এখন একনজরে দেখে নিন যে সেপ্টেম্বর মাসের কোন দিনগুলিতে বন্ধ থাকবে সমস্ত ব্যাঙ্ক।
● ৩ সেপ্টেম্বর: রবিবার
● ৬ সেপ্টেম্বর: জন্মাষ্টমী
● ৭ সেপ্টেম্বর: জন্মাষ্টমী
● ৯ সেপ্টেম্বর: দ্বিতীয় শনিবার
● ১০ সেপ্টেম্বর: দ্বিতীয় রবিবার
● ১৭ সেপ্টেম্বর: রবিবার
● ১৮ সেপ্টেম্বর: বিনায়ক চতুর্থী
● ১৯ সেপ্টেম্বর: গণেশ চতুর্থী
● ২০ সেপ্টেম্বর: গণেশ চতুর্থী (২য় দিন)
● ২২ সেপ্টেম্বর: শ্রী নারায়ণ গুরু সমাধি দিবস।
● ২৩ সেপ্টেম্বর: চতুর্থ শনিবার এবং মহারাজা হরি সিংয়ের জন্মদিন
● ২৪ সেপ্টেম্বর: রবিবার
● ২৫ সেপ্টেম্বর: শ্রীমন্ত শঙ্করদেবের জন্মবার্ষিকী
● ২৭ সেপ্টেম্বর: মিলাদ-ই-শরিফ
● ২৮ সেপ্টেম্বর: ঈদ-ই-মিলাদ-উন-নবী
● ২৯ সেপ্টেম্বর: ঈদ-ই-মিলাদ-উল-নবী (দেশের কিছু অংশে।)