লক্ষ্মী পুজোর স্পেশাল কয়েকটি বিউটিফুল ও স্টাইলিশ শাড়ি লুক
বর্তমান যুগের ঘরের বউমারা শুধু ঘর সামলায় না। ঘর বাইরে দুটোই সমান তালে সামলান। সকালবেলা ঘুম থেকে উঠে বাচ্চা এবং বরের জন্য ব্রেকফাস্ট রেডি করে নিজে তড়িঘড়ি কোনরকমে নাকে মুখে গুঁজে অফিসের উদ্দেশ্যে দৌড়। এই হল বর্তমান লক্ষ্মীদের অবস্থা। তবে তারা যে শুধুমাত্র ঘর আর অফিস সামলাচ্ছেন তা নয়, তারা কিন্তু রীতিমত ফ্যাশনেবল। কোথায় কোনটা কখন পড়তে হয় তারা সবকিছুতে একেবারে ওয়াকিবহাল।
আজ কোজাগরী লক্ষ্মী পূজা। প্রতিদিন নাকি মুখে কোনরকমে খাবার গুঁজে অফিসে বেরিয়ে যাওয়া মেয়েটাও আজ বাড়িতে লক্ষ্মীপুজো করছে। কে বলে এ প্রজন্মের মেয়েরা শুধুমাত্র জিন্স টপ পরে? না পুজোর সময় তারা লাল পাড় সাদা শাড়ি ও পরে।
বাঙালির বারো মাসে তেরো পার্বণ। তাই বছরে একটা লাল পাড় সাদা শাড়ি প্রত্যেকটি মেয়ের কিনে রাখা উচিত। পুজোর সময় অষ্টমীর সাজ কিংবা সিঁদুরখেলা অথবা লক্ষ্মী পুজোয় এই শাড়িটি খুব কাজে লাগে। তবে এত গেল শাড়ীর কথা, যাদের বাড়িতে পুজো হয় সকাল থেকে ভোগ প্রসাদ রান্না করতে করতে প্রায় নাজেহাল অবস্থা। তাদের জন্য আজকের সাজ একটু ছিমছাম থাকাই ভালো। লাল পাড় সাদা শাড়ি, লাল ব্লাউজ, যাদের একটু বড় চুল তাদের হাত খোঁপা, সিঁথিতে সিঁদুর, কপালে লাল টিপ, আর হ্যাঁ আলতা পরতে যেন ভুলবেন না। বাড়িতে থাকলে গায়ে পরুন সোনার গয়না। ব্যাস সাজ একেবারে কমপ্লিট।