Hoop Life

চুল করে তুলুন দ্বিগুণ ঘন, বর্ষাকালে কিভাবে নেবেন চুলের যত্ন!

বর্ষাকালে বৃষ্টির জল মাথায় পড়লে অনেকেরই চুল ওঠে। তাই বর্ষাকালে চুলের বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন।

১) বাইরে বেরোলে সর্বদা ছাতা ব্যবহার করবেন খেয়াল রাখবেন যেন মাথায় জল না পড়ে।

২) যদি কোন কারনে মাথায় জল পড়েও যায় তাহলে বাড়ি ফিরে ভালো করে শ্যাম্পু করে নিন।

৩) ভালো করে শ্যাম্পু করে চুল শুকিয়ে নিতে হবে। বর্ষাকালে সাধারণত বাইরে রোদ থাকেনা, তাই ঘরের মধ্যেই ফ্যান চালিয়ে চুল শুকাতে হবে।

৪) সপ্তাহে দুই থেকে তিন দিন শ্যাম্পু করার আগে একটু নারকেল তেল গরম করে তাতে কয়েকটা জবাফুল ফেলে দিয়ে সেই তেল মাথায় ঘষে ঘষে লাগান।

৫) এ সময় অনেকের মাথায় ড্যানড্রাফ এর সমস্যা হয়, নানান রকম চুলকানি বা ইনফেকশন হতে পারে। বেশ কিছুটা জলের মধ্যে কয়েকটা নিমপাতা ফুটিয়ে নিয়ে সে জল মাথায় ঢালুন। এতে চুলকুনি অনেকটা কমবে।

৬) চুল মোছার জন্য যে গামছা বা টাওয়েল ব্যবহার করবেন, সেগুলো যেন ভাল করে শুকনো থাকে। বর্ষাকালে অনেক সময় ভিজে জামা কাপড় ঘরেতে শুকোতে দেওয়ার জন্য মোটা মোটা টাওয়েল শুকোতে চায় না। ফলে তার থেকে বিশ্রী গন্ধ বেরোয়। তাই এ সময়ে টাওয়েলের বদলে পাতলা গামছা ব্যবহার করুন।

৭) বর্ষাকালে চুলের সমস্যা দূর করতে প্রতিবার স্নান এর পরে ১ মগ চায়ের লিকার মাথার মধ্যে ঢেলে দিন। এতে চুল ভালো থাকে।

Related Articles