Hoop Life

বাড়ির টবে বেগুন চাষ করুন সহজ পদ্ধতি শিখে নিন

মাঝেমাঝেই বেগুনের দাম বেশ চড়া হয়, কিন্তু তা বলে কি আর বেগুন খাবেন না? তাই বাড়িতেই টবে চাষ করে ফেলুন বেগুন। কিভাবে চাষ করবেন জেনে নিন।

বেগুন গাছের জন্য ১০ -১২ ইঞ্চি টব দরকার।
বেগুন গাছের জন্য ব্যবহার করুন এটেল দোআঁশ মাটি এবং গোবর সার, পাতা পচা সার। বেশ খানিকটা জল দিয়ে ১০-১২ দিন টব ভিজিয়ে রাখুন।

মাটি বেশ ঝুরঝুরে হলে তবেই বেগুন গাছের চারা লাগাবেন। কোন নার্সারি থেকে কিনে আনতে পারেন। এই গাছ যাতে হেলেনা পড়তে পারে তাই গাছের সঙ্গে একটি লাঠি পুঁতে দিন। গাছটিকে লাঠির সঙ্গে বেঁধে দিন।

চারা পুঁতে দেওয়ার সাথে সাথে আস্তে আস্তে গাছের গোড়ায় জল দিতে হবে। গোড়ায় যাতে জল জমে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে।

বেগুন গাছের গোড়ায় যাতে আগাছা জন্মাতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে।বেগুন গাছের গোড়ায় সরষের খোল পচা জল দিতে পারেন। তবে গাছে পোকা ধরলে ভাল কীটনাশক দিতে হবে।

Related Articles