whatsapp channel

Mithai: ‘নিউ ইয়ার পার্টি’ জমে ক্ষীর ‘মিঠাই রাণী’র দুর্দান্ত নাচে, হাঁ হয়ে গেলেন উচ্ছেবাবু

ধারাবাহিকে মিঠাইয়ের বড় জা অর্থাৎ টেস বুড়ি প্রথম থেকেই ভেবে রাখে যে শহুরে আদব কায়দায় মিঠাই একদম বেমানান। তার শাড়ি পরার ধরন হোক বা চুল বাধার স্টাইল সবটাই গেঁয়ো ভূত ধরনের। সে কি করে ইংরেজি বর্ষবরণ করবে! কিন্তু, মিঠাই মানেই ম্যাজিক। তার প্রাণখোলা হাসি, কথায় প্রথম থেকেই মুগ্ধ সকলে। এবারে সবাইকে দেখে দেখে বাজিমাৎ করে মিঠাই।

Avatar

HoopHaap Digital Media

দাদাই মুম্বাই থেকে সিদ্ধার্থকে ফিরিয়ে আনে, ২৫ শে ডিসেম্বর রাতে সান্তা দাদাই উপহার হিসেবে সিদ্ধার্থকে তুলে দে মিঠাই রানীর হাতে। এবার পালা New Year Party সেলিব্রেশনের। মিঠাই ধারাবাহিকে বর্ষবরণ এর অনুষ্ঠান একেবারে জমজমাট। মিঠাইয়ের নতুন অবতার দেখে গোটা পরিবার সহ উচ্ছেবাবুর বন্ধুরা। এমন মিষ্টি বৌদির গুণ দেখে সকলে হতবাক।

ধারাবাহিকে মিঠাইয়ের বড় জা অর্থাৎ টেস বুড়ি প্রথম থেকেই ভেবে রাখে যে শহুরে আদব কায়দায় মিঠাই একদম বেমানান। তার শাড়ি পরার ধরন হোক বা চুল বাধার স্টাইল সবটাই গেঁয়ো ভূত ধরনের। সে কি করে ইংরেজি বর্ষবরণ করবে! কিন্তু, মিঠাই মানেই ম্যাজিক। তার প্রাণখোলা হাসি, কথায় প্রথম থেকেই মুগ্ধ সকলে। এবারে সবাইকে দেখে দেখে বাজিমাৎ করে মিঠাই।

বউয়ের এমন রূপ দেখে উচ্ছেবাবু প্রায় ভিরমি খায়। টেস বুড়ি কল্পনাও করতে পারেনি যে মিঠাই এসবও পারদর্শী! ব্যাপারটা হলো গিয়ে, ইংরেজি বর্ষবরণ মানেই নাচা-গানা, পানীয়, কেক, আর হেভি ফুড। এসবের আয়োজন মোদক পরিবারে ছিল। এর মধ্যে উল্লেখযোগ্য হল মিঠাই রানীর পারফরম্যান্স।

এদিন মিঠাই শাড়ি ছেড়ে পুরো ইংরেজি মামনি সেজে জমিয়ে দেয় আসর।  ‘বত্তমিজ দিল’ গান জমিয়ে নাচে নায়িকা। সেইসব দেখে রেগে কাঁই তোর্সা, রেগেমেগে পার্টি থেকে বেরিয়েই যায় সে। কিন্তু, সিদ্ধার্থের বন্ধুরা মিঠাইকে দেখে আনন্দে মশগুল। সকলের মুখে শুধু মিঠাইয়ের প্রশংসা। আসলে সিদ্ধার্থ নিজেও ভাবেনি তার বড়লোক, উচ্চশিক্ষিত বন্ধুদের মুখে এত প্রশংসা শুনবে স্ত্রীর জন্য। তবে, এবারে দর্শকরা মুখিয়ে আছে কবে সিদ্ধার্থ ও মিঠাইয়ের রোম্যান্স শুরু হবে পর্দায়।

whatsapp logo
Avatar
HoopHaap Digital Media