Bengali SerialHoop Plus

TRP: দুর্ধর্ষ কামব্যাক ‘জগদ্ধাত্রী’র, টিআরপির বিচারে ‘অনুরাগের ছোঁয়া’ কি টপার হতে পারলো!

উৎসবের মরশুম আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গিয়েছে। বিশ্বকর্মা পুজো, গণেশ চতুর্থী পরপর দুটো পুজো গিয়েছে কিছুদিন আগেই। তার জেরে একদিন পিছিয়ে শুক্রবার প্রকাশ্যে এল টিআরপি তালিকা (TRP List)। গত সপ্তাহের থেকে এ সপ্তাহে বেশ কিছু পরিবর্তন এসেছে সেরা দশের টিআরপি লিস্টে। নম্বর আরো একটু বাড়িয়ে প্রথম স্থান ধরে রাখতে সক্ষম হয়েছে ‘অনুরাগের ছোঁয়া’। গত বারের ভরাডুবির পর এবার ঘুরে দাঁড়িয়েছে ‘জগদ্ধাত্রী’। চার নম্বর থেকে এক লাফে আবার দু নম্বরে ফিরেছে জি বাংলার টপার। তার পরেই তৃতীয় স্থানে রয়েছে ‘ফুলকি’। জি এর আরো দুই সিরিয়াল ‘নিম ফুলের মধু’ এবং ‘রাঙা বউ’ও ভালো ফল করেছে। দুটি সিরিয়ালই প্রথম পাঁচে জায়গা পেতে সক্ষম হয়েছে।

প্রথম পাঁচে জি এর আধিপত্য থাকলেও ছয় থেকে দশের মধ্যে কিন্তু স্টার জলসারই পাল্লা ভারী। ষষ্ঠ স্থানে  স্টারের জনপ্রিয় সিরিয়াল ‘সন্ধ্যাতারা’ জায়গা করে নিয়েছে। তার ঠিক পরেই একটু কম নম্বর নিয়ে জি এর ‘কার কাছে কই মনের কথা’। বিতর্কে ভর করেই নম্বর তুলছে এই ধারাবাহিক। অষ্টম স্থানও জি এর দখলে। ‘খেলনা বাড়ি’ রয়েছে এই স্থানে। নয় আর দশ নম্বর স্থান অবশ্য আগেভাগে বুক করে নিয়েছে স্টার জলসা। ‘লাভ বিয়ে আজ কাল’ এবং তারপর ‘হরগৌরী পাইস হোটেল’ যথাক্রমে এই দুই ধারাবাহিক রয়েছে নবম ও দশম স্থানে। এক নজরে সম্পূর্ণ টিআরপি তালিকা-

(১) অনুরাগের ছোঁয়া- ৮.৯
(২) জগদ্ধাত্রী- ৮.৪
(৩) ফুলকি- ৭.৮
(৪) নিম ফুলের মধু- ৭.৭
(৫) রাঙা বউ- ৬.৮

(৬) সন্ধ্যাতারা- ৬.৭
(৭) কার কাছে কই মনের কথা- ৬.৬
(৮) খেলনা বাড়ি- ৬.৫
(৯) লভ বিয়ে আজকাল- ৬.৪
(১০) হরগৌরী পাইস হোটেল- ৬.৩

(১১) বাংলা মিডিয়াম- ৫.৯
(১২) তুঁতে- ৫.৫
(১৩) ইচ্ছে পুতুল- ৫.৩
(১৪) কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ- ৪.৭
(১৫)মুকুট, এক্কা দোক্কা, তোমাদের রাণী- ৪.৫

(১৬) গৌরী এলো- ৩.৯
(১৭) মন দিতে চাই- ৩.৭
(১৮) গাঁটছড়া ৩.২
(১৯) রামপ্রসাদ- ৩.০
(২০) শ্রীকৃষ্ণ লীলা- ২.৯
(২১) বোঝেনা সে বোঝেনা- ১.৯

রিয়েলিটি শো
(১) দিদি নাম্বার ওয়ান-  ৫.৮
(২) ডান্স বাংলা ডান্স- ৫.৭
(৩) স্টার জলসা ফিকশন ওভারঅল- ৫.৬
(৪) ঘরে ঘরে জি বাংলা- ১.৬

whatsapp logo

Nirajana Nag

আমি নীরাজনা নাগ। HoopHaap-এর একজন সাংবাদিক। বিগত চার বছর ধরে এই পেশার সঙ্গে যুক্ত রয়েছি। নিজের লেখার মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য পাঠকদের কাছে পৌঁছে দিতে চাই