Warning: imagewebp(/usr/local/lsws/www/hoophaap/public_html/wp-content/uploads/2022/03/TRP-10-720x720.webp): Failed to open stream: Permission denied in /usr/local/lsws/www/hoophaap/public_html/wp-includes/class-wp-image-editor.php on line 592

Warning: imagewebp(/usr/local/lsws/www/hoophaap/public_html/wp-content/uploads/2022/03/TRP-10-720x720.webp): Failed to open stream: Permission denied in /usr/local/lsws/www/hoophaap/public_html/wp-includes/class-wp-image-editor.php on line 592

Warning: imagewebp(/usr/local/lsws/www/hoophaap/public_html/wp-content/uploads/2022/03/TRP-10-720x720.webp): Failed to open stream: Permission denied in /usr/local/lsws/www/hoophaap/public_html/wp-includes/class-wp-image-editor.php on line 592
Bengali SerialHoop Plus

TRP: দুর্দান্ত কামব্যাক ‘মিঠাই’-এর, এগিয়ে ‘মন ফাগুন’, আজ কত নম্বরে ‘গাঁটছড়া’!

পরপর সাত সপ্তাহ এই সপ্তাহের সেরার সেরা গাঁটছড়া। কোনও ধারাবাহিকই যেন তাঁকে শীর্ষ স্থান থেকে টলাতে পারছে না। তাই বেশ কয়েক সপ্তাহে সেরার সেরা স্থান ধরে রাখতে পেরেছে গাঁটছড়া। এই সপ্তাহে টিআরপিতে গাঁটছড়াই প্রথম। এই সপ্তাহের টিআরপিতে সেরা চমক দেখিয়ে ফিরে এসেছে মন ফাগুন । বিগত কয়েক সপ্তাহ ধরে যে ধারাবাহিক সেরা পাঁচের বাইরে চলে গিয়েছিল জমজমাট গল্পের টানে এক ধাক্কায় চলে এসেছে দ্বিতীয় স্থানে। যুধাজিৎ এবং প্রিয়াঙ্কার জমজমাট পর্দা ফাঁসে মন ফাগুন বাজিমাত করেছে টিআরপি রেটিংয়ে। মিঠাইও বেশ কিছুটা বেড়ে গত সপ্তাহের থেকে সেরা তিনে চলে এসেছে। অন্যদিকে গত সপ্তাহে দ্বিতীয় স্থানে থাকা ধূলোকণা এই সপ্তাহের সেরা সাতের বাইরে। আবার অন্যদিকে আলতা ফড়িংও কিছুটা রেটিং কমে চার নম্বর স্থানে চলে এসেছে।

গত সপ্তাহে শুরু হওয়ার দুই ধারাবাহিকে চূড়ান্ত হতাশ করছে নিজেদের রেটিংয়ে। সবথেকে শোচনীয় অবস্থা গুড্ডির। নতুন শুরু হওয়া এই ধারাবাহিকটি এখন তলানিতে। অন্যদিকে অনুরাগের ছোঁয়া গত সপ্তাহের মতো এই সপ্তাহেও সেরা ছয়ে স্থান করে নিয়েছে রেটিংও বেশ খানিকটা বেড়েছে। অন্যদিকে লক্ষ্মী কাকিমা সুপারস্টারের রেটিং-এ বেশ ভালই পতন এসেছে। বরাবরের মতো সেরা পাঁচের পঞ্চম স্থানের দখল আয় তবে সহচরী। অন্যদিকে পিলুও এবার অনেকটাই এগিয়ে এসেছে। দেখে নেওয়া যাক এই সপ্তাহে কে কত স্থানে রয়েছে।

১. গাঁটছড়া — ৯.৬
২. মন ফাগুন — ৯.২
৩. মিঠাই — ৯.১
৪. আলতা ফড়িং — ৯.০
৫. আয় তবে সহচরী — ৮.৫
৬. অনুরাগের ছোঁয়া — ৮.৪
৭. ধুলোকণা — ৮.১
৮. উমা — ৭.৯
৯. গৌরী এলো — ৭.৫
১০. পিলু — ৭.৪

১১. লক্ষ্মী কাকিমা সুপারস্টার — ৭.০
১২. খুকুমনি হোম ডেলিভারি — ৬.৮
১৩. আমাদের এই পথ যদি না শেষ হয় — ৫.৯
১৪. সর্বজয়া — ৫.৮
১৫. গঙ্গারাম — ৫.৬
১৬. কড়িখেলা — ৫.১
১৭. অপরাজিতা অপু — ৫.০
১৮. গুড্ডি — ৪.৫
১৯. গ্রামের রানী বিনাপানী — ৩.৮
২০. যমুনা ঢাকি — ৩.১

২১. বরন — ২.৭
২২. জয় গোপাল — ২.৬
২৩. মঙ্গলময়ী সন্তোষী মা — ২.১
২৪. খেলাঘর – ১.৮

দুপুরের ধারাবাহিক

১.খড়কুটো- ৩.৩
২.রাধাকৃষ্ণ- ২.৩
৩.মোহর- ২.২

রিয়্যালিটি শো

১. দাদাগিরি- ৬.৯
২. দিদি নাম্বার ওয়ান সানডে স্পেশাল- ৬.৩
৩. সুপার সিঙ্গার- ৫.১
৪. দিদি নাম্বার ওয়ান- ৩.৭
৫. রান্নাঘর- ১.৫

Related Articles