Bengali SerialHoop Plus

TRP: প্রথম স্থান ছিনিয়ে নিয়ে বাজিমাত ‘লক্ষ্মী কাকিমা’র, কত নম্বরে মিঠাই-খড়ি!

দর্শকদের যে কখন কোন প্লট ভালো লাগে বলা মুশকিল। আজ এই ধারাবাহিকের গল্প তাদের কাছে দুর্দান্ত তো কাল সেই ধারাবাহিক নিয়েই চলে বিস্তর কাটাছেঁড়া। এহেন, দর্শকদের বিচারে হারিয়ে যাচ্ছে মিঠাই। যেই মিঠাই একাধিক সপ্তাহ জুড়ে শুধুই প্রথম স্থান অধিকার করে ছিল, ধীরে ধীরে মান কমছে গল্পের। দ্বিতীয় থেকে তৃতীয় স্থানে এসে ঠেকেছে মিঠাই এর গল্প। পাশাপাশি ধুলোকণা, গাঁটছড়া, আলতা ফড়িং এগিয়ে এলেও এই সপ্তাহে বাজিমাৎ করেছে সকলের প্রিয় লক্ষ্মী কাকিমা সুপারস্টার। অপরাজিতা এমনিতেই দারুন অভিনেত্রী। বেশ অনেকদিন ধরে লড়াই চালিয়ে, লক্ষ্মী কাকিমা প্রমাণ করলেন সত্যিই তিনি সুপারস্টার। বিগত সপ্তাহে ৮.২ পয়েন্ট পেয়ে লক্ষ্মী কাকিমা একেবারে ফার্স্ট গার্ল। বাকিরা কোথায় জানতে গেলে পড়তে হবে বাকি টিআরপি ( TRP) লিস্ট।

১) লক্ষ্মী কাকিমা সুপারস্টার – ৮.২
২) ধুলোকণা – ৭.৯
৩) আলতা ফড়িং- ৭.৭
৪) মিঠাই – ৭.৬
৫)গৌরী এলো এবং গাঁটছড়া – ৭.৪
৬) এই পথ যদি না শেষ হয় – ৬.৩
৭) উমা – ৬.২
৮) অনুরাগের ছোঁয়া – ৬.১
৯) বোধিসত্ত্বর বোধবুদ্ধি – ৫.৭
১০) খেলনা বাড়ি – ৫.৬
১১) মন ফাগুন – ৫.৪
১২) লালকুঠি – ৫.২
১৩) আয় তবে সহচরী – ৪.৮
১৪) পিলু – ৪.৬
১৫) উড়ন তুবড়ি – ৪.৫
১৬) গঙ্গারাম – ৪.০
১৭) সাহেবের চিঠি – ৩.৬
১৮) গোধূলি আলাপ – ৩.৫
১৯) গুড্ডি – ৩.৪
২০) বৌমা একঘর – ২.৬
২০) শিশু ভোলানাথ -২.৫
২১) খেলাঘর – ১.৮
২২) জয় গোপাল – ১.৮

রিয়ালিটি শো

দিদি No.1(লক্ষ্মী কাকিমা স্পেশাল) [SUN] – ৯.৫
সা রে গা মা পা – ৭.১
দিদি No.1 S9 – ৩.১
Ismart Jodi – ৩.০
রান্নাঘর – ১.২

whatsapp logo