whatsapp channel
Bengali SerialHoop Plus

TRP: এই সপ্তাহে টিআরপি তালিকায় বাজিমাত করল কারা! দেখে নিন সম্পূর্ণ তালিকা

বাংলা টেলিভিশনে একঝাঁক নতুন ধারাবাহিকের এন্ট্রি হচ্ছে। বন্ধ হয়েছে যেমন মন ফাগুন, এবং বন্ধ হতে চলেছে আয় তবে সহচরী, তেমনই আসতে চলেছে বেশ কয়েকটি নতুন ধারাবাহিক, যায় মধ্যে শুরু হয়ে গিয়েছে মাধবীলতা, এবং আসতে চলেছে হরগৌরী পাইস হোটেল। এছাড়াও, চলতি সপ্তাহে মহালয়ার টিজার নিয়ে মানুষ বেশ উৎসাহী। কোনো চ্যানেলে কে দুর্গা হচ্ছেন এবং তার পরিচালনা, বেশভূষা, গ্রাফিক্স কেমন হবে সেই নিয়ে শুরু হয়ে গিয়েছে উন্মাদনা। এর মধ্যেও যার টপে থাকার সে কিন্তু থেকেই যাচ্ছে। এখনও পর্যন্ত মিঠাই সেই সেরার সেরা। বরং দ্বিতীয় ও তৃতীয় স্থানে এসেছে গৌরী এলো ও আলতা ফড়িং। চলুন দেখে নিই বাকিদের জায়গা কোথায়।

১) মিঠাই – ৮.৩
২) গৌরী এলো – ৭.৯
৩) আলতা ফড়িং – ৭.৫
৪) গাঁটছড়া – ৭.৪
৫) লক্ষ্মী কাকিমা সুপারস্টার – ৭.১
৬) ধুলোকণা – ৬.৭
৭) উমা – ৬.৪
৮) অনুরাগের ছোঁয়া, মন ফাগুন – ৬.৩
৯) এই পথ যদি না শেষ হয় – ৫.৬
১০) খেলনা বাড়ি – ৫.৫
১১) এক্কা দোক্কা – ৫.৩
১২) সাহেবের চিঠি – ৫.১
১৩) লালকুঠি – ৪.৮
১৪) আয় তবে সহচরী – ৪.৬
১৫) বোধিসত্ত্বর বোধবুদ্ধি – ৪.৫
১৬) পিলু – ৪.০
১৭) গোধূলি আলাপ – ৩.৬
১৮)গুড্ডি, উড়ন তুবড়ি – ৩.৪
১৯)শিশু ভোলানাথ – ২.১
২০) সাহেবের চিঠি – ১.৮
২১)খেলাঘর – ১.৬

রিয়্যালিটি শো

১) সা রে গা মা পা – ৬.০
২) দিদি No.1 [সানডে ধামাকা] – ৫.৯
৩) Dance Dance Junior – ৪.৪
৪) জন্মাষ্টমী স্পেশাল – ৪.১
৫) রান্নাঘর – ১.৩

whatsapp logo