whatsapp channel

এই সপ্তাহের সেরা তালিকায় কোন ধারাবাহিক, রইলো টিআরপি!

প্রতিদিন সন্ধ্যা মানেই ঠাকুরকে সন্ধ্যে দিয়ে মা কাকিমারা হাতে চায়ের কাপ আর স্ন্যাক্স নিয়ে বসে পড়েন টেলিভিশনের পর্দায় ধারাবাহিক দেখার নেশায়৷ এই নেশা টাকা পয়সার নেশা নয়। এই নেশা হল…

Avatar

HoopHaap Digital Media

প্রতিদিন সন্ধ্যা মানেই ঠাকুরকে সন্ধ্যে দিয়ে মা কাকিমারা হাতে চায়ের কাপ আর স্ন্যাক্স নিয়ে বসে পড়েন টেলিভিশনের পর্দায় ধারাবাহিক দেখার নেশায়৷ এই নেশা টাকা পয়সার নেশা নয়। এই নেশা হল অভিনেতা অভিনেত্রীদের অভিনয় দেখার নেশা। এ এদের অভিনয়ের কামাল। এই অভিনেতা অভিনেত্রী নিজেদের অভিনয় দিয়ে দর্শকমহল পুরোপুরি ঘায়েল করে দিয়েছে।

এবার আসা যাক অন্যদিকে। বাংলা ধারাবাহিক মানেই দুই চ্যানের রেষারেষি। স্টার জলসা আর জি বাংলার রেষারেষি আজকের নয়, বহুদিনের। কোন চ্যানেল কাকে কতটা টেক্কা দিতে পারলো তা টিআরপির দিক দিয়ে বোঝা যায়। কোন চ্যানেল অন্যান্যদের থেকে টিআরপির দিক থেকে এগিয়ে সেটা জানার জন্য দর্শকরাও উন্মুখ হয়ে থাকেন। প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও টিআরপি রেটিংয়ে সেরা ধারাবাহিকগুলির নাম প্রকাশ হয়েছে।

সপ্তাহজুড়ে দর্শকদের বিচারের নিরিখে আর চিত্রনাট্যের জেরে হাড্ডাহাড্ডি জোড়দার লড়াইতে চললো জি বাংলা এবং স্টার জলসার ধারাবাহিকগুলির মধ্যে। আর এবার এই সপ্তাহে পাল্টে গেল টিআরপির হিসেব অনেকটাই। জিতে গেল স্টার জলসার ‘মোহর’ সিরিয়াল আবার।

হাড্ডাহাড্ডি লড়াই একেবারে জমে উঠেছে। দীর্ঘ প্রতিক্ষার পর শঙ্খ স্যার এবং মোহরের বিয়ে হচ্ছে তাই মানুষ অন্য কিছু ছেড়ে এই দেখতে বেশ ব্যস্ত। তাই হিসেব মতোই এই সপ্তাহের টিআরপি-তে নেই কোনও বড় চমক। গত সপ্তাহের মতোই ফের রানিমার প্রথম স্থান দখল করে নিল মোহর শঙ্খ জুটি। ঠিক একইরকম ভাবে দ্বিতীয় স্থানে জি বাংলার ধারাবাহিক ‘করুণাময়ী রাণী রাসমণি’। এবং তৃতীয় স্থানে ‘খড়কুটো’।

মাত্র কয়েক পয়েন্টের ব্যবধানে একে অন্যের থেকে নিচে রয়েছে। পুজোর পর মোহর শঙ্খের বিচ্ছেদে টিআরপি কমতে বসেছিল। কিন্তু এখন আবার স্যার আর স্টুডেন্ট এর বিয়ে হতে চলেছে তারই তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। মোহরের বাবা মা ও উপস্থিত। আইবুড়োভাত আর গায়ে হলুদ সাড়া হয়ে গেছে। আর কিছুক্ষণের অপেক্ষা আর তাতেই রেটিং পৌছে গেছে ১০.৪।

অন্যদিকে এর আগে  পরপর একটানা তিন সপ্তাহ ধরে প্রথম স্থানে ছিল জি বাংলার ধারাবাহিক ‘করুণাময়ী রাণী রাসমণি’। ‘হ্যাট্রিক’ করার পর অবশেষে গত সপ্তাহেই সেই জায়গা দখল করেছিল মোহর-শঙ্খ জুটি। হাড্ডাহাড্ডি লড়াইয়ে জমজমাট পর্ব। আগের সপ্তাহের মতোই এই সপ্তাহেও প্রথম স্থান থেকে দ্বিতীয় স্থানে নেমে এসেছে ‘করুণাময়ী রাণী রাসমণি’। মাত্র ০.২ পয়েন্টের ব্যবধানে রানিমাকে পিছনে ফেলে এগিয়ে গেল। দ্বিতীয় স্থানে ১০.২ পয়েন্টে রয়েছে ‘করুণাময়ী রাণী রাসমণি’। এখন রাসমনিতে মা সারদার আবির্ভাব হবে তাই দেখার জন্য মা কাকিমা উৎসুক।

অন্যদিকে খড়কুটো বেশি পিছিয়ে নেই। ১০.০০ পয়েন্টে তৃতীয় স্থানে রয়েছে ‘খড়কুটো’। খড়কুটোতে ও বিয়ের আসর জমে উঠেছে। একদিকে সৌজন্যকে তিন্নি দিদি মিষ্টি খাওয়াতে এলে হাত থেকে বাটি কেড়ে গুনগুন মিষ্টি খাওয়িয়ে দেয়। আর ওদিকে সুকল্যান আর কুটু পিসির সাথে সুকল্যাণের মিল হবে তাই নিয়ে উৎসুক জনতা। আর এতেই রানীমার থেকে মাত্র একটু পিছিয়ে হল ১০.০।

অন্যদিকে কৃষ্ণকলিতে দীর্ঘ কয়েক বছর পর আবার শ্যামা কলকাতা ফিরছে মেয়েকে নিয়ে। রাস্তাতে গুন্ডার হাতে পড়লে নিখিল এসে বাঁচায় কিন্তু শ্যামাকে দেখতে পায়না। এরপর কি হবে তাই দেখার জন্য চতুর্থ স্থানে উঠে এল কৃষ্ণকলি। রেটিং ৯.৩। আর যৌথভাবে পঞ্চম স্থানে উঠে এল শ্রীময়ী ও সাঁঝের বাতি। রোহিত সেন আর শ্রীময়ীর বন্ধুত্ব এবং আর্য আর চারুর ভালোবাসায় এই ধারাবাহিকের রেটিং ৮..৯।।

অন্যদিকে এক ধাক্কায় ষষ্ঠ স্থানে আগের মতো থাকলো যমুনা ঢাকি। আর সপ্তম স্থানে এগিয়ে গেলো আলো ছায়া। অষ্টম স্থানে পিছিয়ে গেল ভাগ্যলক্ষী।নবম স্থানে যৌথভাবে এগিয়ে গেল জীবনসাথী এবং মহাপিঠ তারাপিঠ। আর দশম স্থানে পিছিয়ে গেল কি করে বলবো তোমায় ধারাবাহিক। এদের রেটিং যথাক্রমে ৮.৮,৭.১,৭.০,৬.১,৬.০।

স্টার জলসার তিতলি-৫.৮
প্রথমা কাদম্বিনী – ৫.৭
স্টার জলসার কোড়াপাখি বাংলার ফিরকি – ৫.৩
ক্ষীরের পুতুল-৪.৮
সৌদামিনীর সংসার -৪.০
ওগো নিরুপমা-৩.৫
পান্ডব গোয়েন্দা-৩.২
কে আপন কে পর – ২.৫
ধ্রুবতারা – ২.২
গোয়েন্দা গিন্নি – ১.৯।

অন্যদিকে অন্যদিকে আবীর চ্যাটার্জি সারেগামাপা সঞ্চালনায় টিআরপিতে প্রথম স্থানেই জায়গা করে নিয়েছে। আর দ্বিতীয় স্থানে বাঙালীর প্রিয় দিদি নাম্বার ওয়ান। অন্যদিকে মীরের হাসির ভ্যাকসিন মীরাক্কেল তৃতীয় স্থানে রয়েছে আর এই তিন জনপ্রিয় রিয়ালিটি শোয়ের রেটিং যথাক্রমে ৬.৮,৪.৭,৩.৯।

whatsapp logo
Avatar
HoopHaap Digital Media