whatsapp channel

Rachna Banerjee: প্রচারে নেমেই সপাট আক্রমণ, লকেটকে তীব্র কটাক্ষে বিঁধলেন রচনা ব্যানার্জী

এবারের লোকসভা নির্বাচনে (Loksabha Election) হুগলী কেন্দ্রের দিকে বিশেষ নজর থাকছে সকলেরই। এই কেন্দ্রে এবার মুখোমুখি লড়াইয়ে দুই তারকা রচনা বন্দ্যোপাধ্যায় (Rachna Banerjee) এবং লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee)। লকেট হুগলীর…

Nirajana Nag

Nirajana Nag

এবারের লোকসভা নির্বাচনে (Loksabha Election) হুগলী কেন্দ্রের দিকে বিশেষ নজর থাকছে সকলেরই। এই কেন্দ্রে এবার মুখোমুখি লড়াইয়ে দুই তারকা রচনা বন্দ্যোপাধ্যায় (Rachna Banerjee) এবং লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee)। লকেট হুগলীর পুরনো প্রার্থী হলেও রচনা সদ্য পা রেখেছেন রাজনীতিতে। এবারেই প্রথম তৃণমূলের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। তবে রাজনীতিতে নবাগতা হলেও লকেটকে এতটুকুও জমি ছাড়তে রাজি নন তিনি। মঙ্গলবার চাঁচাছোলা ভাষায় প্রতিপক্ষকে আক্রমণ শানালেন তিনি।

এদিন বোড়াইচণ্ডী মন্দিরে পুজো আর পাশের মাজারে চাদর চড়িয়ে প্রচার শুরু করেন রচনা। বিন্দুবাসিনী পাড়া, লক্ষ্মীগঞ্জ বাজার, উর্দি বাজারে ঘুরে ঘুরে প্রচার সারেন তিনি। এদিন লকেটের সম্পর্কে তিনি বলেন, কারোর কথাবার্তা, ভাষণের ধরন, বিপক্ষ দলের সম্পর্কে মতামত তার ভাবনাচিন্তার প্রতীক। রচনা বলেন, কারোর দিকে আঙুল তুললে আরেকটা আঙুল নিজের দিকে আসে। তাই তিনি কখনোই সেটা করবেন না। নিজের কাজ দিয়ে নিজেকে জাহির করবেন তিনি। লকেটকে কটাক্ষ করে তিনি বলেন, ‘অন্য মানুষ কী করছে সেটা কেন দেখছো ভাই? আপনি কী করছেন বলুন না? এত সময় আপনাদের আছে? আপনি নিজে কী করছেন?’

Rachna Banerjee: প্রচারে নেমেই সপাট আক্রমণ, লকেটকে তীব্র কটাক্ষে বিঁধলেন রচনা ব্যানার্জী

রচনা আরো বলেন, ‘কেন্দ্রীয় সরকারের পার্টি আপনাদের, এত টাকা, এত লোকবল। আর একটা পশ্চিমবঙ্গ রাজ্যের জন্য কিছু করতে পারছেন না? আমাদের দিদি পাগলের মতো ছোটাছুটি করে পা ভাঙছেন, মাথা ভাঙছেন। তারপরেও পশ্চিমবঙ্গের জন্য ছোটাছুটি করছেন।’। রচনার কথায়, লকেট বলেছেন বলেই তৃণমূল দুর্নীতিযুক্ত সেটা তিনি মানতে পারবেন না। তিনি তৃণমূলের হয়ে প্রচারে এসেছেন, তাই কখনোই তাঁর বক্তব্যকে সমর্থন করবেন না।

অন্যদিকে মঙ্গলবার লকেটও নেমেছিলেন প্রচারে। এদিন পোলবা রাজহাট পঞ্চায়েত এলাকায় জনসংযোগ করেন লকেট। স্থানীয় ওলাবিবি তলায় মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করেন। স্থানীয় রীতি অনুযায়ী, রান্না পুজো উৎসবেও অংশ নেন তিনি। রান্নায় হাত লাগাতে দেখা যায় তাঁকে। মানুষের সঙ্গে সেলফিও তোলেন লকেট।

whatsapp logo
Nirajana Nag
Nirajana Nag

আমি নীরাজনা নাগ। HoopHaap-এর একজন সাংবাদিক। বিগত চার বছর ধরে এই পেশার সঙ্গে যুক্ত রয়েছি। নিজের লেখার মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য পাঠকদের কাছে পৌঁছে দিতে চাই