TRP: প্রথম স্থানে তিনজন, ‘মিঠাই’-এর রাজত্বে হস্তক্ষেপ খড়ি-ফড়িংদের, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ‘পিহু’
বাংলা জুড়ে দিব্যি রাজত্ব চালাচ্ছিল মিঠাই। শুরু হতে না হতেই গাঁটছড়া আর আলতা ফড়িং করে দিল ধুন্ধুমার কান্ড। ঘাড়ে নিঃশ্বাস ফেলতে ফেলতে মিঠাই-এর ঘাড়ের উপরই একেবারে চেপে বসেছে খড়ি-ফড়িং। এই সপ্তাহের টিআরপির যুদ্ধে বেঙ্গল টপার হয়েছে মিঠাইরানীর সাথে সাথে খড়ি-ফড়িংও। বাংলার সিংহাসন তিনভাগে ভাগ হয়ে গেল। সত্যিই এ ভারী বিরল। তবে কি মিঠাই-এর বাজার শেষ? এদিকে ফড়িং ব্যাঙ্ক বাবুর সাহায্যে মাকে খুঁজতে গিয়ে অনুরাগীদের মনে ঢুকে পড়েছে। অন্যদিকে খড়ি আর ঋদ্ধিমানের ভুল বোঝাবুঝি বিয়ে নিয়ে টানটান উত্তেজনা চলছে। ঋষি পিহুর মন ফাগুন একটুর জন্য দ্বিতীয় স্থানে। টিআরপির দৌড়ে পিলু, উমাকে হটাতে পারলেও অনেকটাই পিছিয়ে গিয়েছে সহচরী বা খুকুমণিরাও। এর মাঝে ধূলোকণা আবার ফুরুত করে ঢুকে পড়েছে। আসুন দেখে নেওয়া যাক কে কত স্কোর করল
১. গাঁটছড়া, আলতা ফড়িং ও মিঠাই – ৯.৮
২. মন ফাগুন – ৯.৬
৩. ধূলোকণা – ৯.৩
৪. আয় তবে সহচরী – ৮.৬
৫. খুকুমণি হোম ডেলিভারি – ৮.৪
৬. উমা – ৮.৩
৭. পিলু – ৭.৭
৮. এই পথ যদি না শেষ হয় – ৭.৩
৯. অপরাজিতা অপু – ৭.২
১০. গঙ্গারাম – ৭.১
১১. খেলাঘর ও যমুনা ঢাকি – ৭.০
১২. সর্বজয়া – ৬.৭
১৩. কড়িখেলা – ৬.৫
১৪. মহাপীঠ তারাপীঠ – ৬.২
১৫. করুণাময়ী রানী রাসমণি – ৬.০
১৬. বরণ – ৪.৬
১৭. গ্রামের রানী বীণাপাণি – ৪.২
১৮. জীবন সাথী – ৩.৩
১৯. জয় গোপাল – ২.৮
২০. ফেলনা – ২.৩
২১. মঙ্গলময়ী সন্তোষী মা – ২.২
২২. যোধা আকবর – ১.৩
রিয়্যালিটি শো
দাদাগিরি – ৬.১
সুপার সিঙ্গার – ৫.৬
দিদি নাম্বার ওয়ান ১ – ৪.০
দিদি নাম্বার ওয়ান ১(রবিবার) – ৭.৫
রান্নাঘর – ১.৫