whatsapp channel

TRP: প্রথম সপ্তাহেই বাজিমাত ‘গাঁটছড়া’র, ‘মিঠাই’কে টেক্কা দিতে এলো নতুন প্রতিদ্বন্দ্বী! রইলো টিআরপি তালিকা

এই বছর চুটিয়ে ফিল্ডিং ও ব্যাটিং করেছে মিঠাই। প্রতি সপ্তাহে সেরার সেরা পর্ব উপহার দিয়েছে মিঠাই, এর ফলে দর্শকদের মনেও জায়গা করে নিয়েছে মিঠাইয়ের টিম। দর্শকরা পছন্দ করেছেন মিঠাই-উচ্ছেবাবুর কেমিস্ট্রি।

Avatar

HoopHaap Digital Media

আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, শুরু হতে চলেছে নতুন বছর। আগামী বছরে ধারাবাহিক কিরকম মোড় নেবে তা বলা মুশকিল। তবে, এই বছর চুটিয়ে ফিল্ডিং ও ব্যাটিং করেছে মিঠাই। প্রতি সপ্তাহে সেরার সেরা পর্ব উপহার দিয়েছে মিঠাই, এর ফলে দর্শকদের মনেও জায়গা করে নিয়েছে মিঠাইয়ের টিম। দর্শকরা পছন্দ করেছেন মিঠাই-উচ্ছেবাবুর কেমিস্ট্রি। আগামী দিনেও এই ধারাবাহিকের জন্য শুভেচ্ছা রইলো।

খুকুমণি হোক বা যমুনা ঢাকি কিংবা অপরাজিতা অপু তিনজনই একে অপরকে টেক্কা দিচ্ছে প্রতি সপ্তাহে। সাপ লুডো খেলার মতন এঁরা একে অপরকে মাঝে মধ্যে টেক্কা দিয়ে এগিয়ে যাচ্ছে কখনো আবার সিড়ি বেয়ে নিচে নেমে আসছে।

চলতি বছরে বহু নতুন ধারাবাহিক এসেছে। মানুষের মন জয় করেছে পিহু-ঋষি, সর্বজয়া, সই-বরফি, উমা সহ অনেকে। এদের মধ্যেও চলেছে ভালো কন্টেন্ট দেওয়ার লড়াই। এছাড়াও, রিয়্যালিটি শোগুলি তাদের সুন্দর উপস্থাপনা ও কনটেন্টের জন্য মানুষের মন জয় করেছে। চলুন, বরং ঘুরে দেখি বছর শেষের নতুন TRP, সপ্তাহের শেষে কে বাজিমাৎ করে নিজের পজিশন ধরে রেখেছে দেখে নিই একনজরে ( TRP of Bengali Serials 2021).

১.মিঠাই – ১১.২
২.খুকুমণি হোম ডেলিভারি – ১০.১
৩.যমুনা ঢাকি – ৯.২
৪.গাঁটছড়া (ওপেনিং) ও উমা – ৯.০
৫.অপরাজিতা অপু ও সর্বজয়া – ৮.৬
৬.মন ফাগুন – ৮.১
৭.ধুলোকণা – ৭.৮
৮.খেলাঘর ও আয় তবে সহচরী – ৭.৭
৯.কড়িখেলা – ৭.৪
১০.খড়কুটো – ৭.২

১১.গঙ্গারাম – ৭.১
১২.কৃষ্ণকলি ও রানী রাসমণি – ৬.৪
১৩.এই পথ যদি না শেষ হয় – ৬.৭
১৪.মহাপীঠ তারাপীঠ – ৬.৩
১৫.বরণ – ৬.১
১৬.গ্রামের রাণী বীণাপাণি – ৪.৬
১৭.জীবন সাথী – ৩.৮
১৮.ফেলনা – ২.৮
১৯.জয় গোপাল – ২.৭
২০.সন্তোষী মা – ২.৩
২১.যোধা আকবর – ১.০

রিয়্যালিটি শো

১.ড্যান্স বাংলা ড্যান্স গ্র্যান্ড ফিনালে – ৭.৬
২.দাদাগিরি – ৭.৩
৩.সুপার সিঙ্গার – ৫.৪
৪.দিদি নাম্বার ওয়ান – ৪.৩
৫.রান্নাঘর – ১.৩

whatsapp logo
Avatar
HoopHaap Digital Media