TRP: আবারও সেরা ‘গাঁটছড়া’, পিহুকে হারিয়ে বাজিমাত লক্ষ্মী কাকিমার, ‘মিঠাই’ কত নম্বরে!

গত সপ্তাহের পর এই সপ্তাহেও বাংলার সেরা ধারাবাহিক গাঁটছড়া। শীর্ষস্থান থেকে যেন টলানো যাচ্ছে না গাঁটছড়াকে। রাহুলের পর্দাফাঁস এবং শিবরাত্রিতে টানটান উত্তেজনা নিয়ে টানা পাঁচ সপ্তাহ ধরে বেঙ্গল টপার। এই সপ্তাহের সবথেকে বড় চমক মাত্র কিছুদিন আগে শুরু হওয়া অপরাজিতা আঢ্যের ‘লক্ষী কাকিমা সুপারস্টার’-র। মন ফাগুনকে একেবারে দ্বিতীয় স্থান থেকে ষষ্ঠ স্থানে নামিয়ে দিয়েছে ধারাবাহিকটি। লক্ষী কাকিমা নিজে উঠে এসেছে সেরা পাঁচে। অন্যদিকে ভালোবাসার স্বীকারোক্তির সপ্তাহে বিশেষ সুবিধা করতে পারলোনা মিঠাই। দ্বিতীয় স্থান থেকে নেমে তৃতীয় স্থান অর্জন মিঠাই-এর। মিঠাই কে টপকে দ্বিতীয় স্থানে এই সপ্তাহে আলতা ফড়িং।

বেশ ভালই কমেছে ধুলোকণা এবং আয় তবে সহচরীর রেটিং। যদিও দুটি ধারাবাহিকই নিজের জায়গা সেরা পাঁচের মধ্যে ধরে রাখতে পেরেছে। অনুরাগের ছোঁয়া সেরা ছয় থেকে এই সপ্তাহে সাতে নেমে এসেছে। অন্যদিকে খুকুমণির রেটিং কমলেও কিছুতেই পিলু তাঁকে হারাতে পারছে না। তলানিতে গিয়ে ঠেকেছে একসময় সেরা তিনে থাকা অপরাজিতা অপুর রেটিং। অন্যদিকে জি বাংলা রিয়্যালিটি শো-এর রেটিং আগের সপ্তাহের থেকে অনেকে বেড়েছে। বাদাম কাকুর আগমনে সুপার সিঙ্গার কে স্পষ্টত হারিয়ে দুর্দান্ত চমক দিল দাদাগিরি। দেখে নেওয়া যাক এই সপ্তাহের টিআরপির নিরিখে কে কোথায় দাঁড়িয়ে।

১. গাঁটছড়া – ১০.২
২. আলতা ফড়িং – ৯.৫
৩. মিঠাই – ৯.১
৪. ধুলোকণা – ৮.৩
৫. লক্ষ্মী কাকিমা সুপারস্টার ও আয় তবে সহচরী – ৮.২
৬. মন ফাগুন – ৮.১
৭. অনুরাগের ছোঁয়া – ৭.৭
৮. খুকুমণি হোম ডেলিভারি – ৭.৩
৯. উমা – ৭.২
১০. পিলু – ৭.১

১১. যমুনা ঢাকি – ৬.৫
১২. সর্বজয়া – ৬.৪
১৩. এই পথ যদি না শেষ হয় – ৬.১
১৪. গঙ্গারাম – ৫.৭
১৫. খেলাঘর – ৫.৪
১৬. কড়িখেলা- ৫.১
১৭. অপরাজিতা অপু – ৪.৬
১৮. গ্রামের রানী বীণাপাণি – ৩.৯
১৯. বরণ – ৩.৪
২০. জীবন সাথী – ২.৮
২১. জয় গোপাল – ২.৭
২২. ফেলনা – ২.০
২৩. মঙ্গলময়ী সন্তোষী মা – ১.৯
২৪. যোধা আকবর – ১.২

রিয়্যালিটি শো

১. দাদাগিরি – ৭.৩
২. সুপার সিঙ্গার – ৪.৮
৩. দিদি নাম্বার ওয়ান- ৩.৯
৪. রান্নাঘর – ১.৫