Hoop Food

Recipe: নিরামিষের দিনেও চান আমিষের স্বাদ! চটপট শিখে নিন পনিরের এই রেসিপি

বৃহস্পতিবার ভাত, রুটি, লুচি, পরোটার সাথে বানাতে পারেন নিরামিষ পনির বাটার মাশালা। তাই আর দেরি না করে আমাদের Hoophaap এর পাতায় চটজলদি দেখে ফেলুন অসাধারণ রেসিপি। নিরামিষ এর এই দিনে অনেক সময় বাড়িতে অতিথির আগমন হয়, তখন একেবারে মাথায় যেন বাজ পড়ে, কি রান্না করবেন কিছুতেই ভেবে পান না, তাই আর দেরি না করে চটজলদি চলে আসুন কিভাবে রেসিপিটি বানাবেন তা দেখতে –

উপকরণ –
পনির ৫০০ গ্রাম বাটা
মাখন ২ টেবিল চামচ
সাদা তেল ৩ টেবিল চামচ
টক দই ৫ টেবিল চামচ
কাজু বাটা ৬ টেবিল চামচ
চারমগজ বাটা ২ টেবিল চামচ
আদা বাটা ২ টেবিল চামচ
ধনেপাতা কুচি ১ চা-চামচ
দারচিনি
এলাচ
লবঙ্গ
গোলমরিচ
তেজপাতা
শুকনো লঙ্কা
কিশমিশ এক মুঠো
গোলমরিচ গুঁড়ো এক টেবিল চামচ

প্রণালী – পনিরকে প্রথমে নুন জলে সামান্য সেদ্ধ করে নিতে হবে। কড়াইতে সাদা তেল গরম করে তাতে একে একে মশলা ফোড়ন দিয়ে আদা বাটা, কাজু বাটা, চারমগজ বাটা দিয়ে ভালো করে কষাতে হবে। এর পরে মাখন দিয়ে দিতে হবে। তারপর ভালো করে টক দই দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। নুন, মিষ্টি স্বাদ মত দিতে হবে। হলুদ যদি মনে করেন, তবে না দেওয়াই ভালো, এরপর টুকরো করে কেটে রাখা পনির দিয়ে ভালো করে নাড়া চাড়া করে সামান্য গরম জল দিয়ে ১০ মিনিটের জন্য কম আঁচে ঢাকনা দিয়ে রাখতে হবে। ঢাকা খুলে গ্রেভি শুকিয়ে গেলে উপরে ধনেপাতা কুচি, কিশমিশ এবং আরো প্রয়োজনে সামান্য মাখন, গোলমরিচ গুঁড়া দিয়ে গরম পরিবেশন করুন পনির বাটার মাশালা।

Related Articles