Hoop VideoHoop Viral

রাতের অন্ধকারে অক্ষরার সাথে চরম রোমান্সে মাতলেন পবন সিং, ভিডিও জুড়ে শুধুই ঘনিষ্ঠ দৃশ্য

পবন সিং এক ভোজপুরী অভিনেতা। তবে শুধুমাত্র যে ভোজপুরী দর্শকরাই তাকে তার ফ্যান আছেন, এমনটা কিন্তু নয়, কারণ ইউটিউবে দেওয়ার পর তা পৌঁছে যায় বিশ্বের বিভিন্ন জায়গায়। তাহলেই বোঝা যাচ্ছে, শুধুমাত্র বিহার, ঝাড়খন্ড, উত্তর প্রদেশ, ছত্রিশগড় নয়, সারা দেশে বিদেশে ছড়িয়ে রয়েছে তার ফ্যান। ভোজপুরী সিনেমা জগতের সুপারস্টার পবন এর সিনেমা অথবা ভিডিও ইউটিউবে দেওয়ার পরই তার লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে যায় এতটাই জনপ্রিয় এই নায়ক।

ভিডিওগুলি জনপ্রিয়তার শিখরে পৌঁছে যায় মুহূর্তের মধ্যেই। শুধুমাত্র নতুন গান এর ভিডিও না, তার একাধিক পুরনো গানও সোশ্যাল মিডিয়াতে অত্যন্ত জনপ্রিয় হয়ে থাকে। তিনি ভোজপুরী সিনেমা জগতের তিনি থাকলেই যে কোন গান একেবারে সুপার-ডুপার হিট হয়ে যায়। তার মত তারকা এই ভোজপুরি সিনেমা জগতে খুব একটা দেখতে পাওয়া যায় না। প্রত্যেকটি গান ইউটিউবে একেবারে সুপার-ডুপার হিট তবে দেরি না করে আমাদের পেজেও দেখে ফেলুন তার অসাধারণ রোমান্টিক সং।

Pawan Raja র অসাধারণ গান ‘Bhar Jata Dhodi Me pasina’ তালে তালে পবন সিং সাথে অক্ষরার অসাধারণ নাচ দেখে প্রত্যেকে পাগল হয়ে গেছেন। ভিডিওতে দেখা যাচ্ছে, পবন আর অক্ষরা একই ঘরের মধ্যেই তারা ভীষণভাবে রোমান্টিক মুডে আছেন বিছানায় শুয়ে, তারা কিন্তু চরম রোমান্সে মেতেছেন। ভিডিওতে অক্ষরা পরেছেন শাড়ি। আর ওদিকে পবন পরেছেন শার্ট ও প্যান্ট। ‘Wave music’ নামের একটি ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি ভাইরাল হয়েছে।

৫ বছর আগে শেয়ার করা এই ভিডিও এখনও পর্যন্ত ৭২ লাখ মানুষ দেখে ফেলেছেন। আর লাইক দিয়েছেন প্রায় ২ লক্ষেরও বেশি মানুষ। কমেন্টের সবাই এতটাই প্রশংসা করছেন আর এই প্রশংসা দেখে অবশ্যই বোঝা যাচ্ছে যে কতখানি ক্রেস আছে, বর্তমানে হিন্দি গানের পাশাপাশি ভোজপুরি গানেরও যে একটা জগত তৈরি হয়েছে তা কিন্তু ইউটিউবে গেলেই দেখা যায়। আপনিও দেরি না করে দেখে ফেলুন অসাধারণ ভিডিও –