whatsapp channel

Web Series: স্বামীসুখ না পেয়ে পরপুরুষের সঙ্গে মাখামাখি স্ত্রীর, এই সিরিজ বাচ্চাদের জন্য নয়

বর্তমানে সিনেমা আর সিরিয়ালের পাশাপাশি এখন সাধারন মানুষের বিনোদনের ক্ষেত্রে পরিণত হয়েছে ওয়েব সিরিজ। যা দেখার জন্য মানুষ ভিড় জমায় সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন OTTপ্ল্যাটফর্মে। প্রত্যেকটি ওয়েব সিরিজ একাধিক বোর্ড দৃশ্যের…

Shreya Chatterjee

Shreya Chatterjee

বর্তমানে সিনেমা আর সিরিয়ালের পাশাপাশি এখন সাধারন মানুষের বিনোদনের ক্ষেত্রে পরিণত হয়েছে ওয়েব সিরিজ। যা দেখার জন্য মানুষ ভিড় জমায় সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন OTTপ্ল্যাটফর্মে। প্রত্যেকটি ওয়েব সিরিজ একাধিক বোর্ড দৃশ্যের জন্য সকলের কাছে প্রিয় হয়ে উঠছে। অভিনেতা অভিনেত্রীদের মাখো মাখো রোমান্স দেখেই তারিয়ে তারিয়ে উপভোগ করছে।

যে সমস্ত সাহসী দৃশ্য টেলিভিশনের পর্দায় দেখানো সম্ভব হয় না সেই সমস্ত সাহসী দৃশ্য এই সমস্ত ওয়েব সিরিজের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। তবে আজকে আমরা যে ওয়েব সিরিজকে নিয়ে আলোচনা করব সেটি হলো ‘বিদাই পার্ট ওয়ান’। সম্প্রতি ‘উল্লু’র পর্দায় একটি ওয়েব সিরিজ ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, এক বিবাহিত মেয়ে তার বিয়ের দশ দিনের মাথায় বাপের বাড়ি চলে আসেন। জামাই তাকে নিতে আসেন, কিন্তু সেই মেয়ের মা অর্থাৎ শাশুড়ি মা বলেন যে তিনি কিছুতেই বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি যাবেন না।

কারণ সেই জামাই নাকি তাকে শারীরিক সুখ দিতে পারেননি। আর তারপরেই জামাই নিজেকে প্রমাণ করার জন্য একজনের পর আরেকজন মহিলার সঙ্গে সম্পর্ক তৈরি করেন। কিন্তু অবশেষে ডাক্তার বাবু তার রিপোর্ট দেখে বলেন, যে তিনি কিছুতেই শারীরিক ক্ষমতা সম্পন্ন নয়। তারপরে গল্প চলতে থাকে, তার নিজের গতিতে। এটি দেখতে গেলে অবশ্যই আপনাকে প্রথমে ট্রেলার দেখতে হবে। ট্রেলার দেখে যদি পছন্দ হয় তাহলে আপনাকে পুরো ওয়েব সিরিজটি দেখতে হবে

গল্পের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে রোমান্সএর দৃশ্য। যা দেখি আপনি রীতিমতন পাগল হয়ে যেতে পারেন, তবে অদ্ভুতভাবে এগুলি দেখার জন্য আপনাকে কিন্তু একটু একা একা থাকতে হবে অর্থাৎ প্রাইভেসি মেন্টেইন করতে হবে। চারমসুখ বিদাই পার্ট ১তারকা কাস্ট চারমসুখ বিদাই পার্ট ১-এ পিহু শর্মা এবং লীনা সিং প্রধান ভূমিকায় অভিনয় করেছেন। এতে আরও অভিনয় করেছেন জয়শ্রী গায়কওয়াড়, ধীরাজ কুমার রাই এবং অঙ্কুর মেহরোত্রা। দেখে নিন ট্রেলার –

whatsapp logo
Shreya Chatterjee
Shreya Chatterjee

আমি শ্রেয়া চ্যাটার্জী। বর্তমানে Hoophaap-এর লেখিকা। লাইফস্টাইল এবং বিনোদনমূলক লেখা আপনাদের কাছে তুলে ধরি। অনলাইনের সুবাদে রান্নার রেসিপি, রূপচর্চা, কুকিং টিপস, বেড়ানোর জায়গার সন্ধান এগুলো যেমন জানা প্রয়োজন, ঠিক তেমনি মনোরঞ্জনের জন্য শর্টফিল্ম, সিরিজ এগুলোরও সমান গুরুত্ব। সমস্ত খবরকেই লেখার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। অনেক ধন্যবাদ সকলক