স্টুডিও পাড়ার অভিনেত্রী থেকে জননেত্রীর যাত্রা, রাজনীতিতে পাল্লা ভারী করল কোন দল!
২০২১ এর বিধানসভার ভোটের খেলা শুরু হয়ে গিয়েছে। চলছে পালাবদল, চলছে রং বদল। কুরুক্ষেত্র যুদ্ধের আগে যেই পাশা খেলা হয়েছিল যেখানে পাণ্ডবরা জানতেই পারেনি মামা শকুনি এবং কৌরবরা কি দান দেবে। জনসাধারণ এখন শুধুই দর্শক। খেলা চলছে দুই লেবেলে। এক উপর মহলে চলছে বড় মাপের খেলা, অন্যদিকে অলি গলিতে চলছে ছিচকে খেলা।
রাজনীতির ময়দান এখন হয়ে উঠেছে টিকিট পাওয়ার ময়দান। একবার টিকিট পেয়ে কোনো জায়গার বিধায়ক হয়ে গেলে কেল্লা ফতে। অনেকেই আছেন পুরোনো কেরিয়ার ছেড়ে রাজনীতিতে নাম লেখাচ্ছেন, কেউ আছেন যারা সত্যি দশের সেবা করতে চান, আবার কেউ কেউ আছেন স্রেফ ফেস ভ্যালুর চোটে নিজের আরেকটি পরিচয় তৈরি করা।
এই বছর বিধানসভার ভোট লড়াই হচ্ছে বিজেপি ও তৃণমূলের। এক্কেবারে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ময়দানে নেমে গিয়েছেন বহু টলি ডিভা। যেই অভিনেত্রীদের গ্ল্যামারে মানুষ পাগল তাদের এবার দেখা যাবে মাঠে, ময়দানে কখনো কখনো রাস্তায়। শুরুটা হয়েছিলো মিমি, নুসরত, শতাব্দী, লকেট, রূপাদের নিয়ে। এবারে সেই মাঠে এসেছেন নতুন খেলোয়াড়।
বিজেপিতে আছেন টলি ডিভা শ্রাবন্তী, পায়েল অন্যদিকে তৃণমূলে রয়েছেন আগে থেকেই মিমি নুসরত। এবারে যোগ দিয়েছেন সায়ন্তিকা, কৌশানি, লাভলি, রণিতা, জুন মালিয়া, সায়নী ঘোষ। লড়াই হবে আট দফায়। তবে কে টিকিট পাচ্ছেন তা এখনও জানা সম্ভব হয়নি। সবটাই সময় বলবে, সোনার বাংলা হবে নাকি মা মাটি মানুষের সরকার রাজ করবে তার জন্য শুধু একটু অপেক্ষা ।